ব্র্যাডম্যানের ৬৬ বছরের রেকর্ড ভাঙলেন সাঙ্গাকারা
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: ডন ব্র্যাডম্যানের ৬৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন কুমার সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার ১৯০ বা তার রান বেশি রানের ইনিংস খেলার হিসাবে সাঙ্গাকারা এখন সবার আগে। ৬৬ বছর ধরে এই রেকর্ড ছিল কিংবদন্তি ব্র্যাডম্যানের দখলে (১২ বার) ।
শনিবার গলে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের চতুর্থ দিনে ডাবল সেঞ্চুরি হাঁকালেন কুমার সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার রান মেশিনের এটি দশম ডবল সেঞ্চুরি। টপকে গেলেন লারার ন'টি ডাবল সেঞ্চুরির নজিরকে। টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার ডাবল সেঞ্চুরির ডন ব্র্যাডম্যানের রেকর্ড থেকে আর মাত্র দুটো দূরে সাঙ্গা। পাকিস্তানের বিরুদ্ধে সাঙ্গা খেললে ২২১ রানের দুরন্ত ইনিংস।
সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি ও অ্যাঞ্জেলো ম্যাথুজের ৯১ রানের সুবাদে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিল। দিনের একেবারে শেষে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। তবে রবিবার, ম্যাচ ড্রয়ের দিকে ঝুঁকে আছে।
টেস্টে কার কটি ডাবল সেঞ্চুরি--
ডন ব্র্যাডম্যান (১২টি)
কুমারা সাঙ্গাকারা (১০টি)
ব্রায়ান লারা (৯টি)
ওয়েলি হ্যামন্ড,মাহেলা জয়বর্ধনে (৭টি)
সচিন,পন্টিং, সেওয়াগ,মিঁয়াদাদ, আত্তাপাত্তু (৬টি)