স্যান্টোস-রোনাল্ডো যুগলবন্দী এবারের পর্তুগাল দলের বড় ইউএসপি। ইউরোর শুরু থেকে দলের সেরা অস্ত্রকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন পর্তুগালের কোচ। ফাইনালের আগেও স্যান্টোসের মুখে সেই সিআর সেভেন বন্দনা।
ওয়েব ডেস্ক: স্যান্টোস-রোনাল্ডো যুগলবন্দী এবারের পর্তুগাল দলের বড় ইউএসপি। ইউরোর শুরু থেকে দলের সেরা অস্ত্রকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন পর্তুগালের কোচ। ফাইনালের আগেও স্যান্টোসের মুখে সেই সিআর সেভেন বন্দনা।
আরও পড়ুন গাভাসকরের জন্মদিনে এই ৫ টা তথ্য না জানলে আপনার ক্রিকেটটাই জানা হবে না!
কোচের হটসিটে ফ্রার্নান্ডো স্ট্যান্টোস। আর নায়কের আসনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্যান্টোস-রোনাল্ডো যুগলবন্দী এবারের পর্তুগাল দলের বড় ইউএসপি। ইউরোর শুরু থেকে দলের সেরা অস্ত্রকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন বর্ষিয়ান কোচ। দক্ষ ম্যানেজারের মতো দলের সুপারস্টারকে সামলেছেন স্যান্টোস। নায়কের আসনটা ছেড়ে দিয়েছেন রোনাল্ডোর জন্য। আর নিজে কাজ করেছেন পিছনে থেকে। ফাইনালের আগেও স্যান্টোসের মুখে সেই সিআর সেভেন বন্দনা। পর্তুগালকে আরও এক দশক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে একত্রিশ বছর বয়সি রোনাল্ডোর। এমনটা মনে করেন স্যান্টোস। রবিবারের ম্যাচটাই পর্তুগালের জার্সিতে এই গোলমেশিনের শেষ ম্যাচ নয়, এ বিষয়ে নিশ্চিত দলের হেড স্যার। স্যান্টোস মনে করেন অনায়াসে আরও বেশ কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারেনতার দলের সেরা তাস।
আরও পড়ুন সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন
IND
(113 ov) 471 (96 ov) 364
|
VS |
ENG
465(100.4 ov) 373/5(82 ov)
|
England beat India by 5 wickets | ||
Full Scorecard → |
VAN-W
(113 ov) 471 (96 ov) 364
|
VS |
SAM-W
465(100.4 ov) 373/5(82 ov)
|
Vanuatu Women beat Samoa Women by 9 runs | ||
Full Scorecard → |
SAM-W
(113 ov) 471 (96 ov) 364
|
VS |
PNG-W
465(100.4 ov) 373/5(82 ov)
|
Papua New Guinea Women beat Samoa Women by 4 wickets | ||
Full Scorecard → |