আন্তর্জাতিক কুড়ির ক্রিকেটে চূড়োয় বোলার আফ্রিদি
আন্তর্জাতিক টি২০-তে এখন সর্বাধিক উইকেটপ্রাপকের নাম শাহিদ আফ্রিদি। নিজের দেশের সঈদ আজমলকে টপকে আফ্রিদি কুড়ির ক্রিকেটে এখন বিশ্বসেরা বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে তিনটে উইকেট তুলে নিয়ে আজমলকে (৬৪ ম্যাচে ৮৫ উইকেট) টপকে গেলেন পাকিস্তানের বুম বুম অলরাউন্ডার। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি২০-তে সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম (৭১ ম্যাচে ২১৪০ রান)।
ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি২০-তে এখন সর্বাধিক উইকেটপ্রাপকের নাম শাহিদ আফ্রিদি। নিজের দেশের সঈদ আজমলকে টপকে আফ্রিদি কুড়ির ক্রিকেটে এখন বিশ্বসেরা বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে তিনটে উইকেট তুলে নিয়ে আজমলকে (৬৪ ম্যাচে ৮৫ উইকেট) টপকে গেলেন পাকিস্তানের বুম বুম অলরাউন্ডার। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি২০-তে সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম (৭১ ম্যাচে ২১৪০ রান)।
রেকর্ড ভাঙা ম্যাচে শেষ অবধি অবশ্য দলকে জেতাতে পারলেন না আফ্রিদি। ২০ বলে ২৯ রানের ইনিংস খেলার পর সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ টাই হয়। কিন্তু সুপার ওভারে শেষ পর্যন্ত জিতে যায় ইংল্যান্ড। এই ম্যাচের সঙ্গে শেষ হয়ে গেল ইউএইতে ইংল্যান্ডের পাকিস্তান সফর। টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। ওয়ানডে ও টি২০ সিরিজ জেতে ইংল্যান্ড।
টি২০তে সর্বাধিক উইকেট-শাহিদ আফ্রিদি (৮৬টি)
টি২০তে সর্বাধিক রান- ব্র্যান্ডন ম্যাককালাম (২১৪০ রান)