Asia Cup 2018 : অনন্য রেকর্ড! গোঁফে তা দিয়ে সচিন, দ্রাবিড়, গাওয়াস্করের পাশে বসলেন 'গব্বর'

চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বাধিক রানসংগ্রহকারী গব্বর।

Updated By: Sep 22, 2018, 02:39 PM IST
Asia Cup 2018 : অনন্য রেকর্ড! গোঁফে তা দিয়ে সচিন, দ্রাবিড়, গাওয়াস্করের পাশে বসলেন 'গব্বর'

নিজস্ব প্রতিনিধি : ফর্মে রয়েছেন। এশিয়া কাপে রানও করছেন ধারাবাহিকভাবে। সে না হয় গেল ব্যাটসম্যান শিখর ধাওয়ানের কথা। কিন্তু এবার ফিল্ডার শিখরও গোঁফে তা দিতে দিতে গিয়ে বসলেন সচিন তেণ্ডুলকর, সুনীল গাওয়াস্কর, মহম্মদ আজহারুদ্দিন, রাহুল দ্রাবিড়দের পাশে। বাংলাদেশের বিরুদ্ধে চারটে ক্যাচ ধরে আপাতত আলোচনার কেন্দ্রে গব্বর।

আরও পড়ুন-  শূন্য পয়েন্ট নিয়ে খেলরত্ন পাবেন বিরাট কোহলি, ৮০ পয়েন্ট পেয়েও বাদ বজরং পুনিয়া!

সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধেও ৪৭ বলে ৪০ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন বাঁ হাতি ওপেনার। তাতে অবশ্য কোনও রেকর্ড হল না। রেকর্ড হল শিখরে ফিল্ডিংয়ে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ধাওয়ান চারটে ক্যাচ নেন। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মেহদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান গব্বরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। উইকেটকিপার বাদ দিলে একটা ওয়ানডে-ম্যাচে কোনও ভারতীয় ফিল্ডারের চারটে ক্যাচ নেওয়ার ঘটনা বিরল। ধাওয়ান এই তালিকায় রয়েছেন সাত নম্বরে। এর আগে একটা ওয়ান-ডে ম্যাচে চারটে ক্যাচ নেওয়ার নজির রয়েছে সুনীল গাওয়াস্কর (১৯৮৫, শারজা, পাকিস্তানের বিরুদ্ধে), মহম্মদ আজহারউদ্দিন (১৯৯৭, টরোন্টো, পাকিস্তানর বিরুদ্ধে), সচিন তেন্ডুলকর (১৯৯৮, ঢাকা, পাকিস্তানের বিরুদ্ধে), রাহুল দ্রাবিড় (১৯৯৯, টরোন্টো, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে), মহম্মদ কাইফ (২০০৩, জোহানেসবার্গ, শ্রীলঙ্কার বিরুদ্ধে), ভিভিএস লক্ষ্মণ (২০০৪, পারথ, জিম্বাবোয়ের বিরুদ্ধে)-এর।  

আরও পড়ুন-  পাকিস্তানের পর বাংলাদেশ, ভারতীয় বোলিংয়ের আঘাতে ক্ষতবিক্ষত বিপক্ষ

উইকেটকিপার ছাড়া একটা ওয়ান-ডে ম্যাচে একজন ফিল্ডারের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের। ১৯৯৩-এ মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন তিনি। ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও চলতি এশিয়া কাপে দারুণ পারফর্ম করছেন ধাওয়ান। তিনটি ম্যাচে ৯৬.৩৮ গড় তাঁর। রান ২১৩। চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বাধিক রানসংগ্রহকারী গব্বর।

.