'নিউ নর্মাল' অস্ট্রেলিয়া সফরে 'রেট্রো' জার্সিতে ওয়ান ডে সিরিজে খেলবেন ধাওয়ানরা

করোনা পরবর্তী সময়ে প্রথম আন্তর্জাতিক সিরিজেই ১৯৯২ সালের বিশ্বকাপের মতো জার্সি পরেই মাঠে নামতে চলেছেন কোহলিরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 24, 2020, 04:20 PM IST
'নিউ নর্মাল' অস্ট্রেলিয়া সফরে 'রেট্রো' জার্সিতে ওয়ান ডে সিরিজে খেলবেন ধাওয়ানরা
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে 'রেট্রো' জার্সিতে মাঠে নামবেন কোহলিরা! সেই সঙ্গে নতুন জার্সিতে টিম ইন্ডিয়ার নতুন কিট স্পনসর এমপিএল স্পোর্টস জুড়ে গিয়েছে।

টিম ইন্ডিয়ার নীল জার্সি আরও গাঢ় হতে চলেছে। নতুন রেট্রো লুকের নেভি ব্লু জার্সি পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে মাঠে নামবেন কোহলি, ধাওয়ান রাহুলরা। করোনা পরবর্তী সময়ে প্রথম আন্তর্জাতিক সিরিজেই ১৯৯২ সালের বিশ্বকাপের মতো জার্সি পরেই মাঠে নামতে চলেছেন কোহলিরা।

 

ইতিমধ্যে নতুন সেই রেট্রো লুকের জার্সি পরে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। ২৭ নভেম্বর থেকে শুরু  ভারতের অস্ট্রেলিয়া সফর।

আরও পড়ুন - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই, গোটা সফরেই অনিশ্চিত রোহিত-ইশান্ত

.