EXPLAINED | Shubman Gill: ৪৫০ কোটির দুর্নীতিতে গিল! CID-র তলব ৪ নক্ষত্রকে ভারতীয় ক্রিকেটারকে, তোলপাড় IPL...
EXPLAINED | Shubman Gill: আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন শুভমন গিল, মোহিত শর্মা, রাহুল তেওয়াটিয়া এবং সাই সুদর্শন। শুভমন আবার দলের অধিনায়কও। কিন্তু ওই চার ক্রিকেটারই কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির শিকার বলে খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪০৫ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে শুভমন গিল-সহ গুজরাত টাইটান্সের চার ক্রিকেটারের! পরিস্থিতি এমনই যে, তাদের তলব করতে পারে মোদীর রাজ্যের সিআইডির। সূত্রের খবর তেমনই।
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন শুভমন গিল, মোহিত শর্মা, রাহুল তেওয়াটিয়া এবং সাই সুদর্শন। শুভমন আবার দলের অধিনায়কও। কিন্তু ওই চার ক্রিকেটারই কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির শিকার বলে খবর। কীভাবে? পঞ্জি স্কিম দুর্নীতিতে মূল অভিযুক্ত ভূপেন্দ্রসিংহ জালা এখন গুজরাটের সিআইডি হেফাজতে। তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, রে তাঁর বিজেড স্কিমে যে টাকা রেখেছিলেন শুভমনরা, সেই টাকা তাঁদের ফেরত দেওয়া হয়নি।
সূত্রের খবর, পঞ্জি স্কিম বা চিটফাণ্ডে প্রায় ২ কোটি টাকা চিটফান্ডে রেখেছিলেন শুভমন। বাকি ৩ ক্রিকেটারের টাকার পরিমাণ অবশ্য তাঁর থেকে কম। মাঠের বাইরে ঝামেলায় জড়িয়েছেন শুভমন। তবে সিডনিতে সব ঠিকঠাক থাকলে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটাতে পারেন তিনি। বর্ডার গাওস্কর ট্রফিতে তিন টেস্টে রান মাত্র ৩১। রোহিত শর্মার প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে শুভমন যদি শেষপর্যন্ত সিডনিতে সুযোগ পান, সেক্ষেত্রে সম্ভবত রোহিতের জায়গায়ই খেলবেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)