Sourav Ganguly: দেশের এই তরুণ প্রতিভায় মোহিত 'মহারাজ'! বললেন 'আউটস্ট্যান্ডিং ফেস'

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএলে (IPL 2022) প্রতি ম্য়াচেই চমকে দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তরুণ পেসার উমরান।  উমরান এখনও পর্যন্ত চলতি লিগে ১৫ উইকেট নিয়ে ফেলেছেন।

Updated By: Apr 30, 2022, 02:42 PM IST
Sourav Ganguly: দেশের এই তরুণ প্রতিভায় মোহিত 'মহারাজ'! বললেন 'আউটস্ট্যান্ডিং ফেস'

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) একাধিক ক্রিকেটার তাঁদের নজরকাড়া পারফরম্যান্সে মোহিত করেছেন। যদি তাঁদের মধ্যে কোনও একজনকে বেছে নেওয়া হয়, তাহেল অবশ্যই বলতে হবে উমরান মালিকের (Umran Malik) নাম। শ্রীনগরের তরুণ পেসারের আগুনে গতির বোলিংয়ের প্রশংসা করছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। এই তালিকায় রয়েছেন স্বয়ং বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মোহিত হয়েছেন উমরানে।

এক বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ সামগ্রিক ভাবে আইপিএলের কথা যেমন বলেছেন, তেমনই আলাদা করে উমরানের কথাও উল্লেখ করেছেন। সৌরভ বলেন, "আমি আইপিএল দেখছি। যে কোনও দলই জিততে পারে। সকলেই ভাল খেলছে। দু'টো নতুন দল গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) খুব ভাল খেলছে। উমরানের বোলিং সত্যিই নজর কেড়েছে। উমেশ যাদবও (Umesh Yadav) ভাল বল করেছে। এমনকী খলিল আহমেদও (Khalil Ahmed)। আমি বলব উমরান মালিক এই লিগের এখনও পর্যন্ত 'আউটস্ট্যান্ডিং ফেস'।"

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএলে (IPL 2022) প্রতি ম্য়াচেই চমকে দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তরুণ পেসার উমরান। আইপিএল-এ ১৫ বছরের ইতিহাসে ৯০০-র অধিক ম্যাচে মাত্র তৃতীয়বার কোনও বোলার হিসাবে ম্যাচের ২০তম ওভারে মেডেন দেওয়ান নজির গড়েছেন উমরান। এই পরিসংখ্যানই তাঁর কৃতিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।  ১৫০-র আশেপাশে বল করা কোনও বোলারই যে কোনও দলের সম্পদ। উমরানের কাছে গতি তো ছিলই, কিন্তু এ মরশুমে প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে তাঁর নিয়ন্ত্রণ এবং উইকেট সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উমরান এখনও পর্যন্ত চলতি লিগে ১৫ উইকেট নিয়ে ফেলেছেন। গুজরাতের বিরুদ্ধে ২৫ রানে ৫ উইকেট নেওয়াই তাঁর সেরা পরিসংখ্যান।

আরও পড়ুন: DADA and VIRAT, IPL 2022: ফর্ম হারানো King Kohli সম্পর্কে কেন এমন মন্তব্য করলেন Sourav Ganguly? জানতে পড়ুন

আরও পড়ুন: IPL 2022: কেন অভিনব 'ড্রাগন বল জেড' সেলিব্রেশন করলেন Chetan Sakariya? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.