South Africa Tour Of India: ভারতে ভয়ঙ্কর শক্তিশালী দল নিয়ে আসছে দক্ষিণ আফ্রিকা

জুনে পাঁচ ম্যাচের টি-২০ (T20I) সিরিজ খেলতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND VS SA)। টি-২০ সিরিজের শুভারম্ভ হচ্ছে ৯ জুন দিল্লিতে। শেষ ১৯ জুন বেঙ্গালুরুতে। খেলা হবে পাঁচ শহরে। মঙ্গলবার দুপুরে এই সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa)। 

Updated By: May 17, 2022, 01:55 PM IST
South Africa Tour Of India: ভারতে ভয়ঙ্কর শক্তিশালী দল নিয়ে আসছে দক্ষিণ আফ্রিকা
আগুনে টিম নিয়ে আসছে প্রোটিয়া বাহিনী

নিজস্ব প্রতিবেদন: আগামী জুনে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা (South Africa Tour Of India)। দুই দেশের মধ্য়ে পাঁচ ম্যাচের টি-২০ (T20I) সিরিজ খেলা হবে। টি-২০ সিরিজের শুভারম্ভ হচ্ছে ৯ জুন দিল্লিতে। শেষ ১৯ জুন বেঙ্গালুরুতে। খেলা হবে পাঁচ শহরে।

মঙ্গলবার দুপুরে এই সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই প্রথম দলে ডাক পেলেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। চোট সারিয়ে স্পিডস্টার অ্যানরিক নোকিয়া (Anrich Norje) ফিরলেন দলে। অন্যদিকে ২০১৭ সালের পর পেল-বোলিং অলরাউন্ডার ওয়েন পার্নেল (Wayne Parnell) এলেন টিমে।

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-২০ দল:

অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma ), কুইন্টন ডি কক (Quinton de Kock), রেজা হেনরিক্স (Reeza Hendricks), হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen), কেশব মহারাজ (Keshav Maharaj), আইদেন মারক্রম (Aiden Markram), ডেভিড মিলার (David Miller), লুঙ্গি নিদি (Lungi Ngidi), অ্যানরিক নোকিয়া (Anrich Nortje), ওয়েন পার্নেল (Wayne Parnell), ডোয়েন প্রিটোরিয়াস (Dwaine Pretorius), কাগিসো রাবাদা (Kagiso Rabada), তাবরেজ শামসি (Tabraiz Shamsi) , ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen) ও মার্কো জানসেন (Marco Jansen)

দেখে নিন ভারত-দক্ষিণ আফ্রিকা সূচি:

প্রথম টি-২০:     ৯ জুন, (বৃহস্পতিবার) নয়াদিল্লি
দ্বিতীয় টি-২০:  ১২ জুন, (রবিবার), কটক
তৃতীয় টি-২০:   ১৪ জুন, (মঙ্গলবার), ভাইজ্যাক
চতুর্থ টি-২০:     ১৭ জুন, (শুক্রবার), রাজকোট
পঞ্চম টি-২০:    ১৯ জুন, (রবিবার), বেঙ্গালুরু 

আরও পড়ুন: Mohammad Rizwan: 'কোহলি-পূজারা আমাদেরই!' ভারতীয় ক্রিকেটারদের প্রতি পাক তারকার বিরাট শ্রদ্ধা

আরও পড়ুন: Kagiso Rabada: স্টেনের নাম মুছে দিয়ে নিজের নাম ইতিহাসে লিখে দিলেন রাবাদা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.