তিন-এ-তিন, সাইনা, লি-র পথ ধরে উইম্বলডনে বালকদের ডাবলসে চ্যাম্পিয়ন ভারতের সুমিত

উইম্বলডনে বালকদের ডাবলসের খেতাব জিতলেন সুমিত নাগাল। ভিয়েতনামের নামের সঙ্গে জুটি বেঁধে খেতাব জেতেন তিনি। মাত্র সতেরো বছর বয়সেই উইম্বলডনের ইতিহাসে জায়গা করে নিলেন দিল্লির তরুণ এই খেলোয়ার।

Updated By: Jul 13, 2015, 10:19 AM IST
তিন-এ-তিন, সাইনা, লি-র পথ ধরে উইম্বলডনে বালকদের ডাবলসে চ্যাম্পিয়ন ভারতের সুমিত

ব্যুরো: উইম্বলডনে বালকদের ডাবলসের খেতাব জিতলেন সুমিত নাগাল। ভিয়েতনামের নামের সঙ্গে জুটি বেঁধে খেতাব জেতেন তিনি। মাত্র সতেরো বছর বয়সেই উইম্বলডনের ইতিহাসে জায়গা করে নিলেন দিল্লির তরুণ এই খেলোয়ার।

উইম্বলডনে সানিয়া-লিয়েন্ডারের নজির গড়ার দিনে নজর কাড়লেন দিল্লির সতেরো বছরের সুমিত নাগাল। ভিয়েতনামের নামকে সঙ্গী করে আমেরিকা ও জাপানি জুটিকে হারিয়ে বালকদের ডাবলস খেতাব জিতে নেন এই ভারতীয় খেলোয়ার। উইম্বলডনের এক নম্বর কোর্টে স্ট্রেট সেটে ম্যাচ জেতেন এই ইন্দো-ভিয়েতনাম জুটি। সুমিতদের পক্ষে খেলার ফল ৭-৬,৬-৪। একঘণ্টা তিন মিনিটে ম্যাচ জিতে বালকদের ডবলস খেতাব জিতে নেন সিমিত নাগালরা। সেই সঙ্গে ইতিহাসে জায়গা করে নেন দিল্লির সতেরো বছরের তরুণ এই খেলোয়ার।

 

.