Suryakumar Yadav | IPL 2024: উদয়ের আগেই অস্তাচলে 'সূর্য'! মহাতারকার ইনস্টা পোস্টে তুঙ্গে জল্পনা

Suryakumar Yadav Out Of IPL 2024, Instagram Story Says So: সূর্যকুমার যাদবের আইপিএল কি শেষ হয়ে গেল! মহাতারকার ইনস্টা পোস্টেই ঝড় উঠে গেল আইপিএলের আগে।

শুভপম সাহা | Updated By: Mar 19, 2024, 05:02 PM IST
Suryakumar Yadav | IPL 2024: উদয়ের আগেই অস্তাচলে 'সূর্য'! মহাতারকার ইনস্টা পোস্টে তুঙ্গে জল্পনা
আইপিএল শেষ সূর্যকুমারের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) আইপিএল (IPL 2024) অভিযান শুরু হচ্ছে গুজরাত টাইটান্সের (Gurjrat Titans) বিরুদ্ধে। আহমেদাবাদে খেলা। হার্দিক পাণ্ডিয়ারা মাঠে নামার আগে, তাঁর টিমের নক্ষত্র ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) চলে এলেন শিরোনামে। বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন। সূর্যর ইনস্টা স্টোরি এখন ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন যে, আইপিএল থেকে ছিটকেই গেলেন সূর্য। মহাতারকার ইনস্টা পোস্টেই এখন তুঙ্গে জল্পনা। যদিও মুম্বই শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: WATCH | Imad Wasim | PSL 2024: সাজঘরেই সুখটান পাক তারকার! ধরে চুনকাম করে দিল নেটপাড়া

কিছুদিন আগে এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, 'সূর্যর রিহ্য়াব ঠিক পথেই হচ্ছে। ও নিশ্চিত ভাবে আইপিএলে প্রত্য়াবর্তন করবে। জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ার উপর ব্য়াপারটা নির্ভর করছে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্য়াচ ২৪ মার্চ আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্য়াচ ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই দুই অ্যাওয়ে ম্য়াচে সূর্যর খেলা অনিশ্চিত।'

 

গত ডিসেম্বরের ঘটনা। বিশ্বকাপ শেষ করেই সূর্যের নেতৃত্বে ভারত তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর সূর্য দক্ষিণ আফ্রিকা উড়ে যান রিঙ্কু সিংদের নিয়ে। খেলেন তিন ম্য়াচের টি-২০ সিরিজ। সিরিজের শেষ তথা তৃতীয় ম্য়াচে সূর্য ঝকঝকে সেঞ্চুরি করেন। যদিও ভারত জেতেনি। সিরিজ ১-১ ড্র হয়ে যায়। জোহানেসবার্গে ওই ম্য়াচে খেলতে গিয়েই সূর্য ফিল্ডিংয়ের সময়ে মারাত্মক চোট পান। 

দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে'র শুরুতেই বিশ্বের এক নম্বর টি-২০ ব্য়াটারের জীবনে নেমে আসে বিপত্তি। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি ঘুরে যায়। বাধ্য হন মাঠ ছাড়তে। নিজের পায়ে ভর দিয়েও দাঁড়াতে পারছিলে না সূর্য। সতীর্থদের কাঁধে ভর দিয়ে সাজঘরে ফিরেছিলেন। বাকি ম্যাচে রবীন্দ্র জাদেজা দলকে নেতৃত্ব দেন। সূর্যকুমার এরপর দেশে ফিরে আসেন। তারপর সূর্যর অস্ত্রোপচার হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর থেকে সূর্য আর কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচে অংশ নেননি। শুধু আইপিএলই নয়, সূর্যর দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট দল। কারণ আইপিএল শেষ হলেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। এবার দেখার সূর্য কত দ্রুত ফিরতে পারেন মাঠে!

আরও পড়ুন: Hardik Pandya | Rohit Sharma | IPL 2024: 'প্রয়োজন হলে রোহিত...'! চর্চায় অধিনায়কত্ব বদল, নীরবতা ভাঙলেন হার্দিক

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.