WATCH | Imad Wasim | PSL 2024: সাজঘরেই সুখটান পাক তারকার! ধরে চুনকাম করে দিল নেটপাড়া
Imad Wasim caught smoking in dressing room PSL 2024 Final: ড্রেসিংরুমে বসে সিগারেট টানছেন পাক ক্রিকেটার। যে ভিডিয়ো দেখে নেটপাড়া আর মাথা ঠান্ডা রাখতে পারেনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) পাকিস্তান সুপার লিগের (PSL 2024 Final) ফাইনাল হয়ে গেল। মুলতান সুলতানসকে (Multan Sultans) দুই উইকেটে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United)। আর ফাইনালে ম্য়াচের সেরা হয়েছেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। পাক অলরাউন্ডার চার ওভারে ২৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। পাশাপাশি ছয়ে নেমে ১৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তবে তাঁর যাবতীয় কীর্তি ঢাকা পড়ে গিয়েছে এক আচরণেই। লজ্জায় মুখ পুড়িয়েছেন ইমাদ।
ফাইনালের একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, খেলা চলকালীন ইমাদ সাজঘরে বসে সিগারেটে সুখটান দিচ্ছেন। ইমাদের এই ঘটনা দেখার পর নেটপাড়া তাঁকে চুনকাম করে দিয়েছে। দেশের জার্সিতে ৫৫টি ওডিআই (৯৮৬ রান, ৪৪ উইকেট) ও ৬৬টি টি২০আই (৪৮৬ রান ও ৬৫টি উইকেট) খেলা ইমাদ সদ্য়ই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
পিএসএলে ইমাদের ফর্ম দেখে তাঁর অবসর ভেঙে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। পিএসএল ফাইনালের পর ইমাদ বলেন, 'পাকিস্তানের হয়ে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। যদি দেশের আমাকে প্রয়োজন হয়। আমি নিজেকে ফাঁকা রাখব। কোনও সমস্য়া নেই। আমি অবসর নেওয়ার পর শাহিন আফ্রিদিকে বলেছিলাম পিএসএলের পর কথা বলব।'
২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-২০ বিশ্বকাপ। এবার কুড়ি ওভারের কাপযুদ্ধের নবম সংস্করণ। যা হবে রীতিমতো মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে। নেপাল এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবে। অন্য়দিকে ওমান এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পা রাখছে। সুযোগ পেয়েছে উগান্ডাও।
মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে। আইসিসি বিশ্বযুদ্ধের সূচি ও গ্রুপবিণ্যাস ঘোষণা করে দিয়েছে । ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্বযুদ্ধ চলবে। ৯ ভেন্য়ুতে ৫৫ ম্য়াচ। উদ্বোধনী ম্য়াচেই মাঠে নামছে আয়োজক দেশ আমেরিকা। তাদের প্রতিপক্ষ কানাডা। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ হবে ৯ জুন নিউ ইয়র্কে। ২৯ জুন ফাইনাল হবে বার্বোডোজে।
আরও পড়ুন: Pakistan Cricket News: 'ব্রেক নিলেই বাদ'! দল ভুগছে নিরাপত্তাহীনতার আতঙ্কে, বিস্ফোরক পাক নক্ষত্র
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)