T20 World Cup 2022, West Indies vs Scotland: দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমক স্কটল্যান্ডের! অভিভূত নেটিজেনরা

টি-২০ বিশ্বকাপে সর্বাধিক ও দু'বারের চ্য়াম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবার তারা হেরে বসল মিনোজ স্কটল্য়ান্ডের কাছে। তাও ৪২ রানে। ফের অঘটন দেখল অস্ট্রেলিয়ার বিশ্বযুদ্ধ।

Updated By: Oct 17, 2022, 05:04 PM IST
 T20 World Cup 2022, West Indies vs Scotland: দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চমক স্কটল্যান্ডের! অভিভূত নেটিজেনরা
জয়ের পর স্কটল্যান্ডের উচ্ছ্বাস। ছবি-আইসিসি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) একের পর এক অঘটন। গত রবিবার উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল মিনোস দল নামিবিয়া (Sri Lanka vs Namibia, ICC T20 World Cup 2022)। নামিবিয়ার ১৬৩ রান তাড়া করে ৫৫ রানে হেরে যায় এশিয়া কাপ (Asia Cup 2022) চ্যাম্পিয়ন দল। সোমবার অর্থাৎ আজ দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল স্কটল্যান্ড (West Indies vs Scotland)। এদিন গ্রুপ 'বি' প্রথম রাউন্ডের ম্যাচে হোবার্টে মুখোমুখি হয়েছিল নিকোলাস পুরানের (Nicholas Pooran) মেরুন বাহিনী ও রিচি বেরিংটনের (Richie Berrington) স্কটল্যান্ড।

আরও পড়ুন: Watch, Mohammed Shami, India vs Australia: দেখুন শামির সেই বিধ্বংসী শেষ ওভার! ঘোরের মধ্যে নেটিজেনরা

এদিন টস জিতে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জর্জ মুনসের অপরাজিত ৫৩ বলে ৬৬ রানে ভর করে স্কটিশরা ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। জবাবে উইন্ডিজ ১৯ ওভারের মধ্যে গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। প্রথম তিন ব্যাটারই ফিরে যান ৫৮ রানের মধ্যে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সাতে ব্যাট করতে নেমে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার ৩৩ বলে ৩৮ রান করে মুখরক্ষা করেছেন শুধু। স্কটল্যান্ডের মার্ক ওয়াট তিন উইকেট নেন। দুই উইকেট পেয়ছেন ব্র্যাড হুইল ও মাইকেল লিস্ক। স্কটল্যান্ডের জয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা। ট্যুইটারে স্কটিশদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঅনুরাগীরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.