অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সামলাতে তৈরি ভারতীয় ব্যাটসম্যানরা,বললেন রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার বাইশ গজে গতি আর বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা। ব্রিসবেনের গাব্বাই অস্ট্রেলিয়ার দ্রুততম মাঠ বলে মনে করেন রোহিত শর্মা।

Updated By: Nov 19, 2018, 07:34 PM IST
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সামলাতে তৈরি ভারতীয় ব্যাটসম্যানরা,বললেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে বুধবার ব্রিসবেনে নামছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামার আগেই ওপেনার রোহিত শর্মা অজি পেসারদের চ্যালেঞ্জটা নিচ্ছেন। সেই সঙ্গে সোমবার অনুশীলন শেষে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সামলানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতীয় ব্যাটসম্যানরা।

আরও পড়ুন - ম্যাকগ্রার মতে, ভারতকে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারাবে অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়ার বাইশ গজে গতি আর বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা। ব্রিসবেনের গাব্বাই অস্ট্রেলিয়ার দ্রুততম মাঠ বলে মনে করেন রোহিত শর্মা। গাব্বায় টেস্ট না থাকলেও পারথে টেস্ট ম্যাচ রয়েছে। ফলে চ্যালেঞ্জটা থাকছেই। সোমবার গাব্বায় অনুশীলন শেষে রোহিত শর্মা বলেন, "ভারত তো বরাবরই পারথ ও ব্রিসবেনে খেলেছে। এ বার আমরা পারথে টেস্ট খেলব। ব্রিসবেনে কোনও টেস্ট নেই। গতবার অবশ্য আমরা ব্রিসবেনে টেস্ট খেলেছি, পারথে টেস্ট খেলিনি এই দুই মাঠের কন্ডিশন সত্যিই চ্যালেঞ্জের। অস্ট্রেলিয়ার আবার লম্বা বোলাররা রয়েছেন। যাঁরা পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করার ক্ষমতা রাখেন। সেই বাউন্সই ওদের অ্যাডভান্টেজ। ভারতীয় ব্যাটসম্যানরা সাধারণত অতটা লম্বা হয় না। ফলে, আমাদের কাজটা কঠিন হয়ে পড়ে। তবে এ বার আমরা সবাই তৈরি। কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা প্রত্যেকেই তৈরি।"

৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যর্থতার পর, ইংল্যান্ড সিরিজে দলে জায়গা না হলেও অস্ট্রেলিয়ায় টেস্ট দলে জায়গা পেয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে খেলতে তৈরি রোহিত জানান, "এখানকার পিচে বাউন্স থাকবে। ফলে নিজের খেলা খেলতে পারব। সিমেন্টের পিচে খেলে বড় হয়েছি আমি। এ বার চ্যালেঞ্জ হল লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করা। তবে এখনই ভাবছি না। আগে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ভাল খেলতে হবে। তারপর দেখা যাবে..."

 

.