বিশ্বের সবচেয়ে ধনি ক্লাব রিয়াল মাদ্রিদ
বিশ্বের সবচেয়ে ধনি ক্লাবের শিরোপা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এবছর লা লিগার এই ক্লাবটির আয় ৬৬০ মিলিয়ন ইউরো। গতবছরের তুলনায় প্রায় সাড়ে ৯ শতাংশ বেড়েছে আয়ের হাড়। গতবছর রিয়ালের আয় ছিল সাড়ে ৫০০ মিলিয়ন ইউরো। এই তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের বার্ষিক আয় ৫১৮ মিলিয়ন ইউরো।
ওয়েব ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনি ক্লাবের শিরোপা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এবছর লা লিগার এই ক্লাবটির আয় ৬৬০ মিলিয়ন ইউরো। গতবছরের তুলনায় প্রায় সাড়ে ৯ শতাংশ বেড়েছে আয়ের হাড়। গতবছর রিয়ালের আয় ছিল সাড়ে ৫০০ মিলিয়ন ইউরো। এই তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের বার্ষিক আয় ৫১৮ মিলিয়ন ইউরো।
তারকা সমাবেশ নিয়ে নিজেদের দল গড়ার তালিকায় সবসময়ই এক নম্বরের শিরোপা ছিল স্পেনের এই ক্লাবের। রিয়ালের জার্সি গায়ে দেখা গেছে ফুটবলের কিংবদন্তী রোনাল্ড থেকে ব্যাকহাম, রাউল, জিদান সবাইকেই। ক্লাব ফুটবলে বাকিদের টেক্কা দিয়ে সবথেকে দামী খলোয়াড় তুলে নেওয়া তাদের কাছে 'একটা চুটকি' মাত্র। নিজেদের এই ডেভিল তকমা এবারও বজায় রাখল রিয়াল।