Tokyo Olympics 2020: শুরুর আগেই অঘটন, গেম ভিলেজে করোনার থাবা

'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-কে ঘিরে বাড়ছে উদ্বেগ।

Updated By: Jul 17, 2021, 11:36 AM IST
Tokyo Olympics 2020: শুরুর আগেই অঘটন, গেম ভিলেজে করোনার থাবা

নিজস্ব প্রতিবেদন: অতিমারির কোপ রুখতে কড়া ব্যবস্থা করেও শেষ রক্ষা হল না। টোকিও অলিম্পিক (Tokyo Olympic) শুরুর আগেই থাবা বসাল করোনা। প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল গেম ভিলেজে। শনিবার অলিম্পিক আয়োজকদের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে।

যদিও আক্রান্তের নাম ও পরিচয় গোপন রেখেছেন আয়োজকরা। তবে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এক টেনিস খেলোয়াড়। করোনা আবহে একবছর পিছিয়ে দেওয়া হয় অলিম্পিকের আসর। আগামী ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু তার মাত্র ৬ দিন আগেই একেবারে গেম ভিলেজে থাবা বসাল করোনা। ফলে স্বভাবতই উদ্বেগ বাড়ছে। যদিও Tokyo Olympics 2020-র সিইও Toshiro Muto জানান, গেম ভিলেজে থাকা সকলেরই স্ক্রিনিং টেস্ট হচ্ছে। আর সেখানেই একজন করোনা পজিটিভ ধরা পড়েন। 

.