অনুশীলনে চোট Mayank Agarwal-এর, উদ্বেগ ভারতীয় শিবিরে

ব্রিসবেনে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশ গড়তেই এখন সমস্যায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 12, 2021, 05:07 PM IST
অনুশীলনে চোট Mayank Agarwal-এর, উদ্বেগ ভারতীয় শিবিরে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: চোটের পর চোট। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে আবারও ধাক্কা খেল টিম ইন্ডিয়া। গোটা দল যেন কার্যত 'মিনি হাসপাতালে' পরিণত হয়েছে। পেটের পেশিতে টান,চতুর্থ টেস্টের আগে ছিটকে গিয়েছেন বুমরা। এবার অনুশীলনে চোট পেলেন মায়াঙ্ক আগরওয়াল। হনুমা বিহারীর পরিবর্ত হিসেবে যাঁকে ব্রিসবেনে ভাবা হচ্ছিল সেই মায়াঙ্কের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়ে দিল।

ইতিমধ্যেই মায়াঙ্কের স্ক্যান করা হয়েছে। হেয়ার লাইন ফ্র্যাকচারের সম্ভাবনা রয়েছে। যদিও রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। ব্রিসবেনে চতুর্থ টেস্টে প্রথম একাদশ গড়তেই এখন হিমসিম খেতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন- Ind vs Aus: 'আমিই বোকা', সবার সামনে অশ্বিনের কাছে ক্ষমা চাইলেন পেইন

মহম্মদ শামি, উমেশ যাদব, লোকেশ রাহুলের চোটের পর এমনিতেই চাপে ছিল টিম ম্যানেজমেন্ট। এর পর সিডনি টেস্ট চলাকালীন বাঁ-হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঋষভ পন্থও কনুইয়ের চোটে কাবু ছিলেন। কোমরে ব্যথা নিয়ে তৃতীয় টেস্টে লড়েছিলেন আর অশ্বিন। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও উইকেটে টিকে ছিলেন হনুমা বিহারী। তাঁর স্ক্যান রিপোর্ট এখনও আসেনি। আজ সন্ধ্যের দিকে স্ক্যান রিপোর্ট এলে বিহারীর চোটের অবস্থা বোঝা যাবে। তবে ব্রিসবেনে তাঁর খেলার আশা নেই বললেই চলে।

সেই চোট আক্রান্ত ক্রিকেটারদের তালিকায় যোগ হয়েছে পেসার জসপ্রিত বুমরার নাম। তিনি ছিটকে গিয়েছেন। এবার নতুন সংযোজন মায়াঙ্ক আগরওয়ালের চোট।  ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ব্রিসবেনে চতুর্থ টেস্ট।

আরও পড়ুন- Syed Mushtaq Ali Trophy: বিবেকের সেঞ্চুরি, ঈশানের দুরন্ত বোলিংয়ে Jharkhand-কে উড়িয়ে দিল বাংলা

.