অপ্রত্যাশিত হার; সিরি-এ খেতাবের জন্য অপেক্ষা বাড়ল রোনাল্ডোদের
উদিনেসের বিরুদ্ধে প্রথমে ডি লিটের গোলে লিডও নিয়ে নেয় জুভেন্টাস।
নিজস্ব প্রতিবেদন: উদিনেসের ঘরের মাঠে অপ্রত্যাশিত হার রোনাল্ডোদের। ফলে সিরি-এ খেতাবের জন্য অপেক্ষা আরও বাড়ল জুভেন্টাসের।
Full-time in Udine.#UdineseJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/iaUz81TqO1
— JuventusFC (@juventusfcen) July 23, 2020
খেলার ইনজুরি টাইমে গোল হজম করে হারতে হল রোনাল্ডোদের। এগিয়ে গিয়েও তিনপয়েন্ট হাতছাড়া করতে হল জুভেন্টাসকে। বৃহস্পতিবার রাতে-এ খেতাব জেতা নিশ্চিত হয়ে যেত জুভেন্টাসের। সেক্ষেত্রে টানা ৯ বার ইতালিয়ান খেতাব জিতে নজির গড়ার সুযোগ ছিল রোনাল্ডোদের সামনে।
উদিনেসের বিরুদ্ধে প্রথমে ডি লিটের গোলে লিডও নিয়ে নেয় জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে ৩ পয়েন্ট হাতছাড়া করতে হয় লিগ লিডারদের। শেষ ৫টা ম্যাচে মাত্র একটাতে জিতেছেন রোনাল্ডোরা। ৩৫ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৮০ অন্যদিকে লিগ টেবিলে দু নম্বরে থাকা আটলান্টার পয়েন্ট ৭৪। তবে উদিনেসের কাছে হারলেও দ্বিতীয় স্থানে থাকা আটলান্টার থেকে এখনও ৬ পয়েন্ট এগিয়ে জুভেন্টাস।
আরও পড়ুন - ১৪ দিনের কোয়ারেন্টিন! অস্ট্রেলিয়ায় বিরাটদের টি-২০ সিরিজ ঘিরে সংশয়