হেরে গেলেন বিজেন্দ্র

প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজির গড়ার কাছাকাছি এসেও ব্যর্থ হলেন বিজেন্দ্র সিং। বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র। এবারের অলিম্পিকেও বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছলেই পদক নিশ্চিত ছিল। কিন্তু পদক থেকে এক ধাপ দূরেই থেমে যেতে হল ভারতীয় এই বক্সারকে।

Updated By: Aug 7, 2012, 10:56 AM IST

প্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজির গড়ার কাছাকাছি এসেও ব্যর্থ হলেন বিজেন্দ্র সিং। বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র। এবারের অলিম্পিকেও বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছলেই পদক নিশ্চিত ছিল। কিন্তু পদক থেকে এক ধাপ দূরেই থেমে যেতে হল ভারতীয় এই বক্সারকে। কোয়ার্টার ফাইনালে বিজেন্দ্র হেরে গেলেন উজবেকিস্তানের আতোয়েভ আব্বাসের কাছে। আব্বাস ১৭-১৩ পয়েন্টে ম্যাচ জিতে নেন।
প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয়েই তিন পয়েন্ট করে পায়। দ্বিতীয় রাউন্ডে বিজেন্দ্র গার্ড বদল করেন। অনেক বেশি আক্রমণাত্মক ঢঙে খেলা শুরু করেন। কিন্তু বিজেন্দ্রর এই স্ট্র্যাটেজি কাজে দেয়নি। দ্বিতীয় রাউন্ডে বিজেন্দ্র হার মানেন ৭-৫ পয়েন্টে। দ্বিতীয় রাউন্ড শেষে আব্বাস আতোয়েভ এগিয়ে যান ১০-৮ পয়েন্টে। তৃতীয় রাউন্ডেও আব্বাস ৭-৫ পয়েন্টে জেতেন।
এর ফলে এই উজবেক বক্সার ম্যাচ জিতে নেন ১৭-১৩ পয়েন্টে।

.