Virat Kohli, IPL 2022 Eliminator: Rajasthan-এর বিরুদ্ধে নামার আগে সাজঘরে কীভাবে সেলিব্রেশন করলেন ‘কিং কোহলি’? ভিডিও দেখুন

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামার আগে এখনও লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৪ রানে জয় নিয়েই মজে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি-র (RCB) ইউ টিউব চ্যানেলের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।  

Updated By: May 27, 2022, 01:35 PM IST
Virat Kohli, IPL 2022 Eliminator: Rajasthan-এর বিরুদ্ধে নামার আগে সাজঘরে কীভাবে সেলিব্রেশন করলেন ‘কিং কোহলি’? ভিডিও দেখুন
তেতে রয়েছেন বিরাট কোহলি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ((Royal Challengers Bangalore)। তবে এমন মরণ বাঁচন ম্যাচে নামার আগে এখনও লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৪ রানে জয় নিয়েই মজে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি-র (RCB) ইউ টিউব চ্যানেলের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ইডেন গার্ডেন্সের সাজঘরে ফেরার পর বিরাটকে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে। তিনি বলেন, “আর মাত্র দুই ধাপ। আর দুই ধাপ বাকি।“ 

 

আইপিএল-এর প্লে-অফে (IPL 2022 Eliminator) লখনউয়ের বোলারদের একাই বুঝে নিয়েছেন রজত পতিদার (Rajat Patidar)। মাত্র ৫৪ বলে তাঁর অপরাজিত ১১২ রানের উপর ভর করে ৪ উইকেটে ২০৭ রান তুলে নেয় আরসিবি। পরে জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) দাপটে ১৪ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি (RCB)। আর তাই ম্যাচের শেষে অপরাজিত শতরানকারীকে কুর্নিশ জানালেন বিরাট। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

বিরাট বলেন, “আমি এত বছর ধরে চাপের মুখে অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু তোমার মতো ইনিংস কাউকে খেলতে দেখিনি। এত বড় ম্যাচে এই শতরান সত্যিই প্রশংসার যোগ্য। আইপিএলের প্লে-অফে জাতীয় দলে সুযোগ না পাওয়া প্রথম ক্রিকেটার হিসাবে তুমি শতরান করলে। তোমাকে কুর্নিশ জানাই।”

 

দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও এ বার ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। এটা যেমন সত্য, তেমনই প্লে-অফের আগে আবার ছন্দও ফিরে পেয়েছেন তিনি। সেই ছন্দ বিরাট রাজস্থানের বিরুদ্ধে ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।  

আরও পড়ুন: Rajat Patidar, IPL 2022 Eliminator: অপরাজিত শতরানকারীকে কুর্নিশ জানিয়ে কী বললেন Virat Kohli?

আরও পড়ুন: Virat Kohli, IPL 2022 Eliminator: মুষ্টিবদ্ধ বাহু দেখিয়ে কেন এমন মজার প্রতিক্রিয়া দেখালেন ‘কিং কোহলি’? ভিডিও দেখুন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.