পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট কথা বললেন Kohli

টেস্ট সিরিজে বাইশ গজে মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরে আমনে সামনে টেস্ট ক্রিকেটে এক এবং দুই নম্বর ব্যাটসম্যান। একে অপরকে কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং স্টিভ স্মিথ (Steve Smith)। আর সেই আড্ডায় উঠে এল নানা গল্প।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 16, 2020, 09:11 PM IST
পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট কথা বললেন Kohli
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) শুরু চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচ। অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন-রাতের টেস্ট  (Day/Night Test) খেলার পর পিতৃত্বকালীন ছুটি (paternity leave) নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। অনেকেই কোহলির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন।

টেস্ট সিরিজে বাইশ গজে মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরে আমনে সামনে টেস্ট ক্রিকেটে এক এবং দুই নম্বর ব্যাটসম্যান। একে অপরকে কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং স্টিভ স্মিথ (Steve Smith)। আর সেই আড্ডায় উঠে এল নানা গল্প।

আরও পড়ুন- সুখবর শোনালেন Kane Williamson,শুভেচ্ছা জানালেন Virat Kohli

স্মিথ (Steve Smith) বলেন,  এটা খুব দুঃখের যে তুমি একটা মাত্র ম্যাচ খেলবে এই সিরিজে। তবে সাহসী সিদ্ধান্ত নিয়েছ। তোমার প্রথম সন্তান পৃথিবীতে আসছে। এই সময় পরিবারের পাশে থাকা খুব দরকার। তবে আমি এটাও জানি যে তোমার মনের ভিতরে একটা লড়াই চলছিল যে ফিরে যাবে নাকি খেলবে? তবে তোমার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই। শুভেচ্ছা রইল।

 

এরপর বিরাট কোহলি (Virat Kohli) বলেন, ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। দেশের জন্য খেলা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পরিবারের পাশে থাকা। আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত এটা। পরিবারের পাশে থাকতে পেরে আমি গর্বিত। আর সেই সুন্দর মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি।

আরও পড়ুন- Boxing Hall of Fame: সম্মানিত কিংবদন্তি Muhammad Ali-র মেয়ে Laila Ali ও Floyd Mayweather

.