India vs England: অনুশীলনে মগ্ন অধিনায়ক, দেখুন Virat Kohli র ব্যাটিংয়ের ভিডিয়ো

ক্যাপ্টেন কোহলি মগ্ন নেট প্র্যাকটিসে। 

Updated By: Jul 21, 2021, 10:46 PM IST
India vs England: অনুশীলনে মগ্ন অধিনায়ক, দেখুন Virat Kohli র ব্যাটিংয়ের ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভারত। মঙ্গলবার থেকে কাউন্টি একাদশের বিরুদ্ধে ডারহামের চেস্টার লি স্ট্রিটের রিভার সাইড গ্রাউন্ডে তিন দিনের ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নেমেছে ভারত। যদিও এই ম্যাচে নেই বিরাট কোহলি বা ইশান্ত শর্মা। তাঁরা ব্যস্ত নেট প্র্যাকটিসে।

আরও পড়ুন: 'Deepak Chahar কে প্রত্যাখ্যান করে অন্য জীবিকা বেছে নিতে বলেছিলেন Greg Chappell'

ব্য়াটিংয়েই মনোনিবেশ করেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কোহলির নেট সেশনের ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। তাঁর ব্যাটিং অনুশীলনও ক্রিকেট অনুরাগীদের কাছে চোখের আরাম। এমনকী যাঁদের কাছে কোহলি ক্রিকেট আইকন, তাঁদের কাছেও কোহলির ব্যাটিং সেশন যেন টিউটোরিয়াল। কোহলি অবলীলায় কখনও কাট করছেন তো কখনও মারছেন ফটোফিনিশ ড্রাইভ। অভিনব শটও খেলে নিচ্ছেন তার ফাঁকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)