শ্রীলঙ্কার বিরুদ্ধে হেলায় সেঞ্চুরি হাঁকালেন বিরাট

Updated By: Aug 31, 2017, 04:34 PM IST
শ্রীলঙ্কার বিরুদ্ধে হেলায় সেঞ্চুরি হাঁকালেন বিরাট

ওয়েব ডেস্ক: সিরিজ পকেটে পোরা হয়ে গিয়েছে আগেই। এখন শুধু স্ট্যাটসগুলোকে আরও মজবুত করার লড়াই। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতু্র্থ একদিনের ম্যাচে সেই লড়াইয়ে কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হেলায় জীবনের ২৯তম সেঞ্চুরিটি হাঁকালেন বিরাট কোহলি। শুরুতেই ধাক্কা খাওয়া ভারতীয় ইনিংসকে দাঁড় করালেন শক্ত ভিতের ওপর।

আরও পড়ুন - জীবনের ৩০০তম একদিনের ম্যাচে ২টি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি

এদিন ম্যাটের শুরুতেই প্যাভেলিয়নে ফেরেন ধওয়ান। ভারতের স্কোর তখন মাত্র ৬। ফলে এদিন শুরুতেই ব্যাট হাতে নামতে হয় বিরাটকে। প্রথম থেকেই এদিন নিজের মেজাজে ছিলেন বিরাট। তাঁর ব্যাটের ধারাবাহিক বিস্ফোরণে মাত্র ৭৬ বলে শতরানে পৌঁছে যান তিনি। বাউন্ডারি মেরে তিন অংকে পৌঁছন তিনি।

এদিন বিরাটের শতরানের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারি। এদিনের সেঞ্চুরির ফলে একদিনের সেঞ্চুরির তালিকায় রিকি পন্টিংয়ের থেকে তাঁর দূরত্ব কমে দাঁড়াল মাত্র ১। একদিনের ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্দুলকর। একদিনের ম্যাচে মোট ৪৯টি সেঞ্চুরি রয়েছে সচিনের। দ্বিতীয় স্থানে রিকি পন্টিং। একদিনের ম্যাচে মোট ৩০টি সেঞ্চুরি রয়েছে প্রাক্তন অজ়ি অধিনায়কের।

একদিনের ম্যাচে ২৯টি সেঞ্চুরির মধ্যে ১৭টিই বিদেশের মাটিতে করেছেন বিরাট। ৭টি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার মাটিতে করেছেন ৩টি সেঞ্চুরি।

 

.