R Ashwin: রাসেলকে 'আনপ্লেয়েবল' ডেলিভারিতে বোল্ড করে অশ্বিনের বিচিত্র সেলিব্রেশন!-Watch
দেখুন আর অশ্বিনের (Ravichandran Ashwin) সেই অসাধারণ ডেলিভারি ও উইকেট সেলিব্রেশন
নিজস্ব প্রতিবেদন: খবরে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কেকেআরের বিধ্বংসী ব্য়াটার আন্দ্রে রাসেলকে (Andre Russell) আউট করার পর অশ্বিনের সেলিব্রশনের ভিডিও রাতারাতি ভাইরাল। গত মঙ্গলবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গোলাপি জার্সিধারীরা ৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)।
(@Rahulc7official) April 18, 2022
রাজস্থানের ২১৭ রান তাড়া করতে নেমে কলকাতাকে থেমে যেতে হয় ২১০ রানে। রাজস্থানের রান তাড়া করতে নেমে ১৪৯ রানে চার উইকেট হারায় কেকেআর। পাঁচে ব্যাট করতে নেমেছিলেন 'ড্রে রাস'। কিন্তু ভয়ঙ্কর রাসেলকে মাত্র চার মিনিট ক্রিজে থাকতে দিলেন অশ্বিন। ভারতীয় স্পিনারের কার্যত 'আনপ্লেয়েবল' ডেলিভারি বুঝতেই পারেননি রাসেল। তাঁর উইকেট ছিটকে যায়। এরপরেই অশ্বিন উইকেট সেলিব্রেশন করেন বিচিত্র ভঙ্গিতে। সেই ভিডিও নিয়েই সোশ্য়ালে চলছে আলোচনা। অশ্বিন এদিন নির্দিষ্ট কোটার বল করে ৩৮ রান দিয়ে নেন এক উইকেট। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে হারের হ্যাটট্রিক করে এই মুহূর্তে ছয় নম্বরে নেমে গিয়েছে নাইটরা।
আরও পড়ুন: Yuzvendra Chahal: গ্যালারি থেকে চাহালের সাক্ষাৎকার নিলেন ধনশ্রী! ভালবাসার ভিডিও মন ছুঁয়ে নেবে
আরও পড়ুন: Sheldon Jackson: জ্যাকসনকে কার্যত 'অকর্মার ঢেঁকি' বলছেন ফ্যানরা! চূড়ান্ত ট্রোলড নাইট যোদ্ধা