IND vs AUS: অভিষেকে Smith-এর উইকেট নিয়ে উচ্ছ্বসিত Sundar

দলের প্রয়োজনে ৫০ ওভার বল করতেও কোনও সমস্যা নেই ওয়াশিংটন সুন্দরের।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 15, 2021, 08:25 PM IST
IND vs AUS: অভিষেকে Smith-এর উইকেট নিয়ে উচ্ছ্বসিত Sundar
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে অভিষেক টেস্টেই ওয়াশিংটন সুন্দরের শিকার সিডনিতে ফর্মে ফেরা স্টিভ স্মিথ। অজি তারকার উইকেট তুলে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। পরিকল্পনা করেই স্মিথের উইকেট তুলে নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ৫০ ওভার বল করতেও কোনও সমস্যা নেই ওয়াশিংটন সুন্দরের।

২১ বছর বয়সী ওয়াশিংটন সুন্দরের তো খেলার কথাই ছিল না। কিন্তু একের পর এক চোট, তাই দলের সঙ্গে রেখে দেওয়া হয় তাঁকে। রবিচন্দ্রন অশ্বিনের চোট, শেষ পর্যন্ত ব্রিসবেনে চতুর্থ টেস্টে শিঁকে ছিড়ল তামিলনাডুর ২১ বছর বসয়ী অলরাউন্ডারের। সেই অশ্বিনই শুক্রবার সুন্দরের হাতে ডেবিউ ক্যাপ তুলে দিলেন।

 

স্মিথের উইকেট তুলে নিতে পেরে উচ্ছ্বসিত ওয়াশিংটন বলেন, " স্মিথকে নিয়ে আমরা পরিকল্পনা করতাম। আগের ম্যাচ আর এই ম্যাচ আলাদা। ওকে একটানা ভাল বল করে যেতে হয়েছে। আর সেটা কাজে লেগেছে, তাই আরও বেশি ভাল লাগছে।"

আরও পড়ুন - IND vs AUS: ব্রিসবেনে রিভিউ চাইলেন Pant, হেসে ওড়ালেন Rohit

সেই সঙ্গে তিনি বলেন, "আমিও যে কোনও বোলারের মতো একটানা বোলিং করতে পারি। আমার বেশ ভালই লাগে। আমাকে ২০,৩০,৪০ কিংবা ৫০ ওভার বল করলেও কোনো সমস্য়া নেই।" ব্রিসবেনে প্রথম দিন ২২ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে একটি উইকেট নেন। সঙ্গে চারটি মেডেন ওভার।

আরও পড়ুন - Ind vs Aus: এক সিরিজে ২০ ক্রিকেটার, বর্ডার-গাভাসকর ট্রফিতে নজির Team India-র

.