WTC Final: ব্রিটিশ মুলুকে কোন দল জিতবে মহারণ? উত্তর দিলেন কিংবদন্তি Richard Hadlee

কে হাসবেন শেষ হাসি? বিরাট না কেন? যুক্তি দিয়ে উত্তর দিলেন কিংবদন্তি  রিচার্ড হ্যাডলি

Updated By: May 25, 2021, 05:55 PM IST
WTC Final: ব্রিটিশ মুলুকে কোন দল জিতবে মহারণ? উত্তর দিলেন কিংবদন্তি Richard Hadlee

নিজস্ব প্রতিবেদন: আর হাতে গুনে কয়েকদিন। তারপরেই আইসিসি-র অভিষেক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৮-২২ জুন বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সাউদ্যাম্পটনের হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামে সম্মুখ সমরে বিরাট কোহলির ভারত ও (Viart Kohli) কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (Kane Williamson)। কে হাসবেন শেষ হাসি? বিরাট না কেন? যুক্তি দিয়ে উত্তর দিলেন প্রাক্তন কিউয়ি কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার রিচার্ড হ্যাডলি। (Richard Hadlee)

আরও পড়ুন: Money Heist 'প্রফেসর' নাকি Kabir Singh? Virat Kohli ভাইরাল হলেন এই ছবিতে

আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাডলি বলেন, "সবটা নির্ভর করছে কে ভাল প্রস্তুতি নিয়েছে আর ব্রিটিশ পরিবেশে সবচেয়ে আগে মানিয়ে নিতে পারছে। আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। ঠান্ডা থাকলে নিউজিল্যান্ডের অনুকূলে হবে। ডিউক বলে দুই দলের ফাস্টবোলাররাই সুবিধা পাবে। বিশেষ নিউজিল্যান্ডের সাউদি-বোল্ট ও জেমিসনরা। দুই দলের ব্যাটসম্যানদের কাছেই চ্যালেঞ্জ হবে। দু'টো দলেই প্রথমসারির ব্যাটসম্যানরা আছে। দেখার মতো খেলা হবে একটা। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কে জিতবে। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হচ্ছে, কোনও দলই হোম অ্যাডভান্টেজ পাবে না।"

.