কাল সেমিফাইনালে যুক্তিতে এগিয়ে কিউইরা, হিসাবে এগিয়ে প্রোটিয়ারা

খাতায় কলমে একেবারে তুলমূল্য লড়াই। ব্যাটিং, বোলিংই হোক বা ফিল্ডিং। তিন বিভাগেই যাকে বলে একেবারে 'কাঁটে কী টক্কর।'

Updated By: Mar 23, 2015, 09:03 PM IST
কাল সেমিফাইনালে যুক্তিতে এগিয়ে কিউইরা, হিসাবে এগিয়ে প্রোটিয়ারা

ওয়েব ডেস্ক: ডিভিলিয়ার্স নাকি ম্যাককালাম। আমলা নাকি গুপ্তিল। দুমিনি নাকি কেন উইলিয়ামসন। স্টেইন নাকি সাউদি। মর্কেল নাকি বোল্ট। তাহির নাকি ভেত্তোরি। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কে নায়ক হবেন তা নিয়ে জোর জল্পনা চলেছে। আসলে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচে এতসব বাঘা বাঘা দ্বৈরথ লুকিয়ে আছে যে অনেকেই বলছেন এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ হতে চলেছে এটা। খাতায় কলমে একেবারে তুলমূল্য লড়াই। ব্যাটিং, বোলিংই হোক বা ফিল্ডিং। তিন বিভাগেই যাকে বলে একেবারে 'কাঁটে কী টক্কর।' বাজির দর প্রায় সমান সমান। বিশেষজ্ঞরাও প্রায় আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছেন এই ম্যাচে।

চলতি বিশ্বকাপে সব ম্যাচ জেতা নিউজিল্যান্ডের কাছে দু ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকাকে যুক্তিতে পিছিয়ে রাখতে হচ্ছে তিনটি কারণে-১) বড় ম্যাচে অতীতে নিউজিল্যান্ডের কাছে আটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বড় গাঁট হল নিউজিল্যান্ড। নকআউটে নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চার বছর আগে মুখোমুখি হয়েছিল। ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের সেই ম্যাচে ৪৯ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তা ছাড়া  ২) ব্যাটিং গভীরতা আর ডেথ বোলিংয়ে এগিয়ে নিউজিল্যান্ড। আট নম্বরে ব্যাট করতে নামেন ড্যানিয়েল ভেত্তোরি। দক্ষিণ আফ্রিকার টেলেন্ডাররা এখনও বলার মত কিছু করতে পারেনি। ৩) চাপের মুখে ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার। সাম্প্রতিককালে ব্যাপরটা ঠিক উল্টো হচ্ছে নিউজিল্যান্ডের। সাতে নেমে লুক রঞ্চি চাপের মুখে বেশ কয়েকবার ম্যাচ জিতিয়ে দিয়েছেন।

তবে হিসাবে এগিয়ে প্রোটিয়ারা। কারণ-১) হিসাব বলছে ডিভিলিয়ার্সের ম্যাচ জেতানোর ক্ষমতা ম্যাককালামের চেয়ে বেশি। ২)পরিসংখ্যান অনুযায়ী বল হাতে ডেল স্টেইনকে এগিয়ে রাখতে হবে টিম সাউদির থেকে। ৩) ম্যাচ উইনারের সংখ্যায় বিচারে কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা।    

.