একটি জয়, তিনটি বিশ্বরেকর্ড

ক্লাইভ লয়েডের রেকর্ড ভেঙে ১ নম্বরে ধোনি ব্রিগেড।

Updated By: Mar 14, 2015, 04:52 PM IST
একটি জয়, তিনটি বিশ্বরেকর্ড

ওয়েব ডেস্ক: ক্লাইভ লয়েডের রেকর্ড ভেঙে ১ নম্বরে ধোনি ব্রিগেড।
বিশ্বকাপে ভারতের বিজয়রথ এগিয়ে চলেছে। অকল্যান্ডে জিম্বাবয়েকে হারিয়ে বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জিতল ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েডের টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনি।এবারের বিশ্বকাপে টানা ছয়টি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল খেলবে ভারতীয় দল। টানা ৬ ম্যাচে বিপক্ষ দলকে অলআউট করার কৃতিত্বও দেখালেন ভারতীয় বোলাররা। ৬ ম্যাচে ৫৬ টি উইকেট পেয়েছেন সামি,উমেশ,অশ্বিন সমৃদ্ধ ভারতীয় বোলিং ব্রিগেড। অকল্যান্ডে জিম্বাবোয়ের বিরুদ্ধে রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটসম্যানরাও। বিশ্বকাপে যেকোনও উইকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়না জুটি। দুজনে পঞ্চম উইকেটে ১৯৬ রান করেন। বিশ্বকাপে সর্বাধিক রান তাড়া করে জয় পাওয়ার নজিরও গড়ে ভারত। ২০১১ বিশ্বকাপের  ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭৩ রান তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এদিন অকল্যান্ডে সেই রেকর্ড ভেঙে দেন ধোনিরা। জিম্বাবোয়ের ২৮৭ রান তাড়া করে জয় তুলে নেয় ভারতীয় দল।

.