WT20: কবে, কাদের বিরুদ্ধে, কখন মাঠে নামবে Virat Kohli-র Team India? পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জেনে নিন

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি।  

Updated By: Oct 17, 2021, 06:31 PM IST
WT20: কবে, কাদের বিরুদ্ধে, কখন মাঠে নামবে Virat Kohli-র Team India? পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জেনে নিন
২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: এমনিতেই টি-টোয়েন্টি ফরম্যাটে ফেভারিট ধরে নেওয়া আগে থেকে বেশ কঠিন, এরমধ্যে আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। অবশ্য বাবার আজমের দলের বিরুদ্ধে বাইশ গজের মহা যুদ্ধের আগে ১৮ ও ২০ অক্টোবর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলির (Virat Kohli) দল।   

আরও পড়ুন: WT20: কপিল-সুনীলের কাঁধ মাসাজ করছেন শোয়েব, ভারত-পাক ম্যাচের আগে কারণ জানালেন পেসার

 

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে গ্রুপ-টু'তে আছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। পাঁচটি ম্যাচের মধ্যে শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে  আবু ধাবির স্টেডিয়ামে খেলবে টিম ইন্ডিয়া। বাকি চারটি ম্যাচ দুবাইতে খেলবেন রোহিত শর্মা-ঋষভ পন্থরা। সদ্য সমাপ্ত আইপিএল-এ সব ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭:৩০ মিনিটে শুরু হয়েছিল। ভারতের ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখে সেই সময় শুরু হবে খেলা। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ভারতের গা ঘামানো ম্যাচ ও সুপার টুয়েলভের পূর্ণাঙ্গ সূচির দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ভারতের প্রস্তুতি ম্যাচের সূচি:-

১৮ অক্টোবর (সোমবার): বনাম ইংল্যান্ড (আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি, দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)
২০ অক্টোবর (বুধবার): বনাম অস্ট্রেলিয়া (আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি, দুবাই, দুপুর ৩টে ৩০)

ভারতের সুপার টুয়েলভ গ্রুপ-টু'এর সূচি:-
২৪ অক্টোবর (রবিবার): বনাম পাকিস্তান (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)
৩১ অক্টোবর (রবিবার): বনাম নিউজিল্যান্ড (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)
৩ নভেম্বর (বুধবার): বনাম আফগানিস্তান (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০)
৫ নভেম্বর (শুক্রবার): বনাম বি-গ্রুপের এক নম্বর দল (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)
৮ নভেম্বর (সোমবার): বনাম এ-গ্রুপের দু'নম্বর দল (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.