বেলঘোরিয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ১০

পথদুর্ঘটনায় আহত হলেন ১০ জন। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেও। আহতদের উদ্ধার করে চিকিত্‍সা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলারায়।

Updated By: Apr 15, 2017, 09:56 PM IST
বেলঘোরিয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ১০
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পথদুর্ঘটনায় আহত হলেন ১০ জন। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেও। আহতদের উদ্ধার করে চিকিত্‍সা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলারায়।

আরও পড়ুন- দিদির শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত ভাই

আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই একটি বাস। নয়াবাদ থেকে ধূলাগড় যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন যাত্রীরা। বেলঘরিয়ার CCR ব্রিজের কাছে উল্টে যায় বাসটি। বাসটি গতি বেশি থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। 

.