Amit Shah: চব্বিশের টার্গেট ৩৫, কেষ্টহীন বীরভূমে হিন্দুত্ব অস্ত্রে শান শাহর
Amit Shah: বীরভূমের লাল মাটি থেকে কী বার্তা দেন অমিত সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের। এদিন অমিত শাহ সরাসরি আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে। কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, '২৪-এর বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সময়ে অমিত শাহর বঙ্গ সফর যে গুরুত্বপূর্ণ তা আগেই আঁচ করা গিয়েছিল। এদিন বীরভূমের জনসভা থেকে সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিউড়ির মঞ্চ থেকে কেষ্টহীন বীরভূমে হিন্দুত্বের অস্ত্রে এগিয়ে চলার মন্ত্র দিলেন শাহ। তার বক্তব্য, ২৪ শে বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহর দাবি, 'লোকসভা ভোটে বিজেপিকে বেশি ভোট দিন। তাহলে ২৫-এর আগেই দিদির সরকার পড়ে যাবে।'
আরও পড়ুন, Amit Shah: বঙ্গ সফরে অমিত শাহ, নজরে পঞ্চায়েত! কেষ্টহীন বীরভূমে কী বার্তা দেবেন বিজেপির চাণক্য?
এদিন ভাষণ শুরু করার আগে বাংলাকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। বগটুইয়ে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এবং জয়দেব, চন্ডিদাস, বীরভূমের বাউল শিল্পীদের প্রণাম জানিয়ে মমতাকে সরকারকে কটাক্ষের সুরের বার্তা দেন শাহ। তিনি বলেন, '২৪শে মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে তো? দেশে প্রথমবার আদিবাসী মহিলা রাষ্ট্রপতি মোদী করেছেন। দিদির দিদিগিরির বিরুদ্ধে বিধানসভায় লড়ছেন শুভেন্দু। ২০২৪ ভোটে বাংলা থেকে ৩৫-এর বেশি সিটে বিজেপিকে জিতিয়ে মোদীকে প্রধানমন্ত্রী করবেন তো? আপনারা অনুপ্রবেশ চান? ২৪ এ ৩৫ সিট দিন। ২৫ এর আগেই মমতা থাকবে না। বাংলায় বিজেপি এলে আর রামনবমীর ওপর হামলা হবে না। রিষড়া, হাওড়ায় হামলা হল। রামনবমীর মিছিল বাংলায় বেরোনো উচিত না উচিত নয়? তুষ্টিকরণের রাজনীতির জন্যই এত সাহস হল।'
তাঁর স্পষ্ট বক্তব্য, 'দিদি ভাতিজার অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তা বিজেপি। মমতার লক্ষ্য কেবল অভিষেককে মুখ্যমন্ত্রী করা। এনআইএ প্রচুরবীরভূমে ডিটোনিটর উদ্ধার করেছে। মোদী গোটা দেশে পরিবারবাদ শেষ করেছেন। বাংলার যুবরা হিসাব চাইছে দিদি। বাংলার গরিব মানুষের টাকায় বাংলো বানাচ্ছ? দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। মমতা দিদির কাছে জানতে চাই, আপনি কী করলেন বাংলার জন্য? মোদী যে চাল পাঠায়, দিদি তার ওপর ফটো লাগিয়ে দেয়। বাংলায় ৫৭ লাখ বাড়িতে পানীয় জল পৌছনোর কাজ মোদী করেছেন। কলকাতা মেট্রোয় ১০০০ কোটি দেওয়া হয়েছে। চিত্তরঞ্জন, এসআরএফটিআই, বন্দেভারতে বরাদ্দ হয়েছে।'
অমিত শাহর বার্তা, 'মমতা চান না আয়ুস্মান ভারত চালু হোক। বাংলায় বিজেপি এলে ফ্রিতে চাল দেব। উন্নয়নের হিসাব কিতাব নিয়ে মমতা আসেন না। বাংলায় বোম ধামাকা বন্ধ করতে চান তো? দুর্নীতি, অনুপ্রবেশ বন্ধ করতে চান তো? মমতা পারবেন বন্ধ করতে? আপনারা বলুন। তবে মোদী পারবে। তার ট্রেলার ২৪ এ দেখা যাবে। যে গরু পাচারকারী জেলে রয়েছে, তাঁকে এখনও জেলা বিজেপি সভাপতি করে রাখা হয়েছে।' এদিন নাম না করে অনুব্রতকে নিশানা অমিতের। বিজেপি মমতার হিটলারি শাসন চলতে দেবে না। আগামীর মুখ্যমন্ত্রী বিজেপির হবে। অমিত শাহর আর্জি, বাংলা থেকে ৩৫ সিট দিয়ে,মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী বানান।
আরও পড়ুন, Malbazar: মালবাজার পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অসন্তোষ, ভন্ডুল সভা