প্রসূতি মৃত্যু ঘিরে ধুন্ধুমার, ভাঙচুর, মার চিকিত্সকদের
চিকিতসকদের দাবি, হাসপাতালে নিয়ে আসার পথেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : আসানসোল জেলা হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃতার আত্মীয়দের বিরূদ্ধে। মৃতার নাম হেমলতা দেবী।
আরও পড়ুন, হোটেলের ঘরে আত্মঘাতী দম্পতি, কান্না শুনে দরজা ভেঙে কর্মীরা দেখে বাবা-মাকে জড়িয়ে কাঁদছে ৩ বছরের সন্তান
জানা গিয়েছে, বার্নপুরের সাঁতারের বাসিন্দা ছিলেন হেমলতা দেবী। শনিবার রাতে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা হয়। সেই সময়ই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, শ্বশুরবাড়িতে এসে স্ত্রী, শ্বশুরকে বঁটি দিয়ে কুপিয়ে খুন স্বামীর
অভিযোগ, মৃত্যুর খবর চাউর হতেই উত্তেজিত হয়ে পড়েন মৃতার আত্মীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালান তাঁরা। এমনকি চিকিৎসকদেরও মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিস।
আরও পড়ুন, কুপিয়ে খুন যুবককে, আমবাগানে উদ্ধার দেহ
মৃতার পরিবারের অভিযোগ, চিকিত্সায় গাফিলতির কারণেই হেমলতা দেবীর মৃত্যু হয়েছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের দাবি, হাসপাতালে নিয়ে আসার পথেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে।