ভোটের মুখে পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি Binoy Tamang-র

গুরুং বিরোধীরা কি বিজেপির দিকে ঝুঁকছেন? 

Updated By: Jan 7, 2021, 06:26 PM IST
ভোটের মুখে পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি Binoy Tamang-র

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের (Assembly Election) ফের পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবি। পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়ে এবার গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janamukti Morch) পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিলেন বিনয় তামাং (Binoy Tamag)। চিঠিতে দার্জিলিং পাহাড় (Darjeeling), তরাই (Terai), ডুয়ার্সের (Duars ) মানুষ ও গোর্খাদের (Gorkhas)  'সাংবিধানিক ন্যায়'  (constitutional justice) দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। 

তখন গোর্খা জনমুক্তি মোর্চার  (Gorkha Janamukti Morch) সুপ্রিমো ছিলেন বিমল গুরুং (Bimal Gurung)। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পাহাড়। ইউপিএ-সহ একাধিক ধারায় গুরুং-র বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য সরকার। গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেন তিনি। এরপর ধীরে ধীরে আন্দোলন স্তিমিত হয়ে যায়। গুরুং-র অনুপস্থিতিতে পাহাড়ের কার্যত জাঁকিয়ে বসেন একদা তাঁরই অনুগামী বিনয় তামাং (Binoy Tamang), অনীত থাপারা (Anit Thapa)। মুখ্যমন্ত্রীর মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে জিটিএ-র (GTA) প্রশাসক পদে বসেন বিনয়। সব কিছু ঠিকঠাক চলছিলই। কিন্তু তাল কাটল বিমল গুরু-র (Biman ) প্রত্যাবর্তনের পর। ফের উঠল পৃথক গোর্খাল্য়ান্ডের (Gorkhaland) দাবি। তাও আবার ঠিক বিধানসভা ভোটের মুখে!

আরও পড়ুন: আগামী মুখ্যমন্ত্রী কে? 'যে ভাল খেলে সে-ই জেতে,' ইঙ্গিতপূর্ণ জবাব Laxmi-র

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর প্রকাশ্য়েই এসে ভোল পাল্টে ফেলেছেন বিমল গুরুং (Bimal Gurung)। বিজেপি-কে (BJP) ছেড়ে এবার বিধানসভা ভোটে তৃণমূল-কে (TMC) সমর্থন করার কথা ঘোষণা করেছেন তিনি। দিন কয়েক আগেই দার্জিলিং-র (Darjeeling) মোটর স্টেশনে একটি জনসভা গুরুং বলেন, 'গত ১২ বছর ধরে প্রতারণা করেছে বিজেপি। এবার দেখিয়ে দেব, গোর্খারা কী করতে পারে! ১৮টি আসনে লড়াই হবে। ২০২১ সালে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না।'  এদিন কালিম্পং-র জনসভা করেন বিমল গুরুং। বলেন, ''বাংলায় বিজেপি ৭০-৮০টা আসন পাবে। কিন্তু সরকার গঠন করতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি।' জনসভায় গুরুং সমর্থকদের ভিড় ছিল চোখের পড়ার মতো। 

 

আরও পড়ুন: কয়লা ও গরু পাচারের টাকা বিনিয়োগ টলিউডেও, একাধিক সিনেমা প্রযোজনা বাগাড়িয়ার

আর বিনয় তামাং? গুরুং বিরোধিতায় অনড় তিনি। পাল্টা বিবৃতিতে জানিয়েছেন, 'পুরো বিষয়টির উপর সরকার যেন নজর রাখে। কারণ, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে।' এমনকী,  গুরুং যখন পাহাড়ে তৃণমূলের (TMC) হাত শক্ত করার কথা বলছেন, তখন গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে প্রধানমন্ত্রী (Narendra Modi) চিঠি দিলেন বিনয় (Binoy Tamang)। তাহলে কি বিজেপির দিকে ঝুঁকছেন? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

.