পচা গন্ধে কাছে যাওয়া দায়, সিউড়িতে ফের উদ্ধার পচা মাংস

দুদিন আগেই কল্যাণ চক্রবর্তী নামে এক পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে পচা মাংস বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার ২ মাংস বিক্রেতাকে গ্রেফতার করেছিল পুলিস। আজ সিউড়ি পৌরসভার উদ্যোগে আবার ওই একই জায়গাতেই তল্লাশি চালানো হয়, উদ্ধার হয় পচা মাংস।

Updated By: Jul 28, 2018, 02:30 PM IST
পচা গন্ধে কাছে যাওয়া দায়, সিউড়িতে ফের উদ্ধার পচা মাংস

নিজস্ব প্রতিবেদন: দুর্গন্ধে কাছে যাওয়া দায়। দু'দিনের মধ্যে ফের পচা মাংস উদ্ধার সিউড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

গত বুধবার সিউড়ির পটেলনগরে পচা মাংস বিক্রির অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। তাঁদের জেরা করে মেলা তথ্যের ভিত্তিতে শনিবার তল্লাশি চালায় পুরসভা। তাতেই উদ্ধার পচা পোকায় ভরা খাসির মাংস। 

দুদিন আগেই কল্যাণ চক্রবর্তী নামে এক পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে পচা মাংস বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার ২ মাংস বিক্রেতাকে গ্রেফতার করেছিল পুলিস। আজ সিউড়ি পৌরসভার উদ্যোগে আবার ওই একই জায়গাতেই তল্লাশি চালানো হয়, উদ্ধার হয় পচা মাংস।

খাবার অযোগ্য সেই মাংসের দুর্গন্ধের আশেপাশে যেতে পারছেন না কেউই। কিভাবে প্রশাসন এসব নজর এড়িয়ে এভাবে পচা মাংসের রমরমা সিউড়িতে বেড়েই চলেছে । খতিয়ে দেখছে সিউড়ি পৌরসভা। 

চপার দিয়ে কুপিয়ে খুন বিজেপি নেতা, অভিযোগের নিশানায় তৃণমূল

পচা মাংস উদ্ধার হওয়ায় আতঙ্কে সিউড়িবাসী। ভাগাড়কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের সিউড়িতে বারবার এই ধরনের পচা মাংস  চরম সমস্যায় সাধারণ মানুষ। 

গত মঙ্গলবার সিউড়ির বেণীমাধব মোড়ের এক মাংসবিক্রেতার কাছ থেকে মাংস কেনেন কল্যাণ চক্রবর্তী নামে এক পুলিসকর্মী। পরদিন কল্যাণবাবুর স্ত্রী ফ্রিজ থেকে বার করে সেই রান্না করতে গিয়ে দেখেন দুর্গন্ধ বেরোচ্ছে সেই মাংস থেকে কিলবিল করছে পোকা। এর পরই মাংস নিয়ে দোকানে হানা দেন ওই ব্যক্তি। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মাংসের দাম ফেরত দিয়ে দেন বিক্রেতা। কিন্তু এখানেই থামেননি ওই দম্পতি। থানায় গিয়ে ২ জনের বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে দিলু শেখ ও শেখ গাবু নামে ২ মাংসবিক্রেতাকে গ্রেফতার করে পুলিস। এর পরই বেণীমাধব মোড় ও সংলগ্ন এলাকায় পচা মাংসের সন্ধানে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় পুলিস ও পৌরসভা। তাতেই প্রকাশ্যে আসে ভয়াবহ ছবি। 

সিলেবাসের বাইরে প্রশ্ন, এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে প্রাইমারি বোর্ডকে

কলকাতা ও শহরতলিতে ভাগাড়কাণ্ডের তদন্ত এখনো শেষ করতে পারেনি পুলিস। চার্জশিট জমা না পড়ায় জামিন পেয়েছে প্রধান ২ অভিযুক্ত। এরই মধ্যে পচামাংস উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।   

.