পূর্ত দফতরে ভরসা নেই বিজেপির, অমিত সভার মঞ্চ নির্মাণে দলের ইঞ্জিনিয়াররাই

ডেকরেটর কাজ করবে তাঁদেরই নির্দেশে। ইতিমধ্যেই সিভিল ইঞ্জিনিয়ারদের একটি দল তৈরি করেছে বিজেপি।  

Updated By: Aug 6, 2018, 09:25 PM IST
পূর্ত দফতরে ভরসা নেই বিজেপির, অমিত সভার মঞ্চ নির্মাণে দলের ইঞ্জিনিয়াররাই

নিজস্ব প্রতিবেদন: পিডব্লিউডি-কে বাদ দিয়েই ১১ অগাস্ট অমিত শাহর সভার মঞ্চ তৈরি হবে। মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় বিজেপি-র অভিযোগ, রাজ্যের গাফিলতিতেই এমন ঘটেছে। এবার তাই আর কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য বিজেপি। তাই ১১ তারিখ মেয়ো রোডে অমিত শাহর সভার মঞ্চ তৈরি হবে দলের সিভিল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে। ডেকরেটর কাজ করবে তাঁদেরই নির্দেশে। ইতিমধ্যেই সিভিল ইঞ্জিনিয়ারদের একটি দল তৈরি করেছে বিজেপি।  

এদিকে, ম্যাসাঞ্জোর নিয়ে জটিলতা অব্যাহত। পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলকে কার্যত ফিরিয়ে দিল ঝাড়খণ্ড। সমস্যা মেটাতে দুমকায় ডিসির সঙ্গে করতে যান বীরভূম জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল। কিন্তু ডিসির দেখা মেলেনি। বৈঠক ছাড়াই ফিরে আসতে হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের। আরও পড়ুন- এটিএম জালিয়াতি রুখতে তত্পর ক্রেতা সুরক্ষা দফতর, সোমবার ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক

পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলের সঙ্গে দেখাই করলেন না দুমকার ডিসি। মাসাঞ্জোর জট কাটাতে বীরভূম জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল সোমবার দুমকা যায়। ডিসির চেম্বারে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তাঁরা জানতে পারেন, একটি মেলার কাজে ডিসি ব্যস্ত রয়েছেন তাই দেখা হবে না। এদিকে সোমবারও মাসাঞ্জোর নিয়ে দুই রাজ্যের তরজা অব্যাহত। এরপরই পুরোদমে আসরে নামে ঝাড়খণ্ডে বিজেপি-র নেতাকর্মীরা। শনিবার রাতে প্রবেশ তোরণে ঝাড়খণ্ডের সাঁটিয়ে দেওয়া লোগো সরিয়ে দেওয়ার পর বিজেপি নেতাদের সুর আরও চড়া। হুমকি দেন খোদ ঝাড়খণ্ডের সেচ মন্ত্রী। এই অবস্থায় জট কাটাতে প্রশাসনিক স্তরে আলাপ আলোচনা করতে বীরভূম থেকে এক প্রশাসানিক প্রতিনিধি দল দুমকা যায়। কিন্তু দেখা মেলেনি দুমকার ডিসির। পরবর্তী বৈঠকের জন্য জেলা আধিকারিকদের বুধবার সময় দিয়েছেন দুমকার ডিসি। আরও পড়ুন- সন্তান চাইতেন না স্বামী! নারকেলডাঙায় গৃহবধূ খুনে চাঞ্চল্যকর তথ্য

.