বিজেপির অভিযানে রণক্ষেত্রে সেন্ট্রাল অ্যাভিনিউ! জলকামান, লাঠিচার্জে তুলকালাম

দলীয় কর্মীদের রুখতে জলকামান, লাঠিচার্জ করে পুলিস, তাতে ছত্রভঙ্গ হয়ে যায় কর্মীরা। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেট ভাঙার চেষ্টায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি সমর্থক।

Updated By: Nov 13, 2019, 03:57 PM IST
বিজেপির অভিযানে রণক্ষেত্রে সেন্ট্রাল অ্যাভিনিউ! জলকামান, লাঠিচার্জে তুলকালাম

নিজস্ব প্রতিবেদন: বুধবার বিজেপির পুরসভা অভিযানকে ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে। দলীয় কর্মীদের রুখতে জলকামান, লাঠিচার্জ করে পুলিস, তাতে ছত্রভঙ্গ হয়ে যায় কর্মীরা। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেট ভাঙার চেষ্টায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি সমর্থক। গ্রেফতার হয়েছেন রিমঝিম মিত্র। এদিন পুরভোটকে নজরে রেখে প্রচারের দামামা বাজাতে পথে নামে গেরুয়া শিবির। ডেঙ্গি ইস্যুকে হাতিয়ার করেই পুরসভা অভিযানের ডাক দেয় বিজেপি নেতৃত্বরা। তবে এদিন মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ-র দিকে এগোতেই তাঁদের আটকে দেয় পুলিস। শুরু হয় দু পক্ষের ধুন্ধুমার। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিস। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। 

বিজেপি কর্মীদের অভfযোগ, শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছিল মিছিল। পুলিস কোনও কারণ ছাড়াই তাঁদের ওপর চড়াও হয়েছে। সবমিলিয়ে পুরসভা অভিযানে তুলকালাম বাঁধে দুই পক্ষে। উল্লেখ্য, ডেঙ্গি ইস্যু ছাড়াও আজ আরও ৯ দফা দাবি তুলে পুরসভা দখলের লড়াই শুরু করতে চেয়েছিলেন দিলীপ ঘোষরা। যদিও এবার কর্পোরেশন দখলের লড়াইয়ে ডেঙ্গি ইস্যুতেই শান দিচ্ছে বিজেপি। তাঁদের অভিযোগ ডেঙির মতো বড়ো বিপদ সামনে আসলেও তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। 

বিস্তারিত আসছে....

Tags:
.