Jalpaiguri Blast: তিস্তার জলে ভাসছে মর্টার সেল! বিস্ফোরণে মৃত ১, আহত ৫...

সিকিমে মেঘভাঙা বৃষ্টি কারণে  ফুলে ফেঁপে উঠেছে নদী। ভেসে আসছে নানা ধরণের সামগ্রী। আর তাতেই ঘটল বিপত্তি।

Updated By: Oct 5, 2023, 11:29 PM IST
Jalpaiguri Blast: তিস্তার জলে ভাসছে মর্টার সেল! বিস্ফোরণে মৃত ১, আহত ৫...

প্রদ্যুৎ দাস: উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। নদীর জলে এবার ভেসে এল মর্টার সেল! বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের। আহত ৫। ঘটনাস্থল, জলপাইগুড়ি।

আরও পড়ুন:  Teesta River Flood: তিস্তার জলোচ্ছ্বাসে বিপন্ন টোটোগাঁও! সরিয়ে আনা হল অসংখ্য পরিবার...

স্থানীয় সূত্রের খবর, মৃতদের নাম সাহিদুল আলম। বাড়ি, জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে চাঁপাডাঙ্গা এলাকায়। পাশেই তিস্তা নদী। সিকিমে মেঘভাঙা বৃষ্টি কারণে সেই নদী এখন ফুলে ফেঁপে উঠেছে। ভেসে আসছে নানা ধরণের সামগ্রী। আর তাতেই ঘটল বিপত্তি।

কীভাবে? তিস্তা নদীতে কুড়ি কুড়োতে গিয়েছিলেন আইনুরের পরিবারের এক সদস্য। তিনি দেখেন, জলে ভেসে আসছে একটি বাক্স। এরপর যখন বাড়িতে নিয়ে গিয়ে বাক্সটি খোলেন, তখনই ঘটে বিস্ফোরণ। আহত হন ৬ জন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ১ জনের।

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সিকিমের সেনা ছাউনি থেকে ভেসে এসেছিল ওই মর্টার সেলটি। নদীর জলে ভেসে আসা কোনও সামগ্রী যাতে কেউ হাত না দেন, সেকারণে জেলা পরিষদের তরফে প্রচার চালানো হচ্ছে এলাকায়। 

আরও পড়ুন: Teesta Flash Flood: 'যদি দেহটা ভেসে আসে,' বোনের অপেক্ষায় তিস্তায় ঠায় তাকিয়ে দাদা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.