ইদের খুশি, ক্যান্সার রোগী কল্পনার অপারেশনের জন্যে রক্ত দিতে সিউড়ি ছুটে এলেন নুরুল হক

কল্পনা মণ্ডলের রক্তের যে গ্রুপ সেই AB- গ্রুপের রক্ত পাওয়া খুবই মুশকিল। খবর পাওয়া মাত্রই নরুল যোগাযোগ করেন রোগীর আত্মীয়দের সঙ্গে

Updated By: May 24, 2020, 08:55 PM IST
ইদের খুশি, ক্যান্সার রোগী কল্পনার অপারেশনের জন্যে রক্ত দিতে সিউড়ি ছুটে এলেন নুরুল হক

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল ইদ। আর ইদের আগে এক হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে বোলপুর থেকে সিউড়ি ছুটে এলেন শিক্ষক নুরুল হক।

আরও পড়ুন-'২০ ঘণ্টা করে কাজ করছেন কর্মীরা', ২ দিনের মধ্যে পরিষেবা স্বাভাবিকের আশ্বাস কেবল কর্তাদের

রবিবার দুপুরে নুরুলবাবু খবর পান সিউড়িতে স্বস্তিক হাসপাতালে ভর্তি রয়েছেন এক মহিলা, বয়স ৬০ ছুঁইছুঁই। ক্যান্সার আক্রান্ত। অপারেশন করতে হবে তার। কিন্তু তার জন্য লাগবে রক্ত। আর তাঁর রক্তের যে গ্রুপ সেই AB- গ্রুপের রক্ত পাওয়া খুবই মুশকিল। খবর পাওয়া মাত্রই তিনি যোগাযোগ করেন রোগীর আত্মীয়দের সঙ্গে। বোলপুর থেকে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে আসেন তিনি এবং রক্ত দান করেন।

নুরুলবাবুর কথায়, ইদের আগে এই রক্তদান করতে পেরে এবং একজন মায়ের প্রাণ বাঁচাতে পেরে আমি খুশি। পাশাপাশি রোগীর আত্মীয়রাও খুবই আনন্দিত। কারণ এই ধরনের গ্রুপের রক্ত পাওয়া বেশ শক্ত।

আরও পড়ুন-"কলকাতার বিদ্যুৎ পরিষেবার ব্যর্থতার দায় সরকারের নয়", সাফ দাবি প্রশাসক ফিরহাদের

ক্যান্সার আক্রান্ত রোগী কল্পনা মন্ডল বর্তমানে ভর্তি সিউড়ির স্বস্তিক হাসপাতালে। সিউড়ি সদর হাসপাতালে নুরুলের রক্ত গ্রহণ করা হয়। সেই রক্ত পৌঁছে দেওয়া হবে স্বস্তিক হাসপাতালে কল্পনা মন্ডলের কাছে। –ছবি-প্রসেনজিত্ মালাকার

.