ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল BSF

পুলিস সূত্রে খবর, কাজের সন্ধানেই ভারতে ঢুকেছিলেন ওইসব মহিলারা

Updated By: Jun 23, 2021, 03:31 PM IST
ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল BSF

নিজস্ব প্রতিবেদন: চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পথে গ্রেফতার ৪ বাংলাদেশি। বুধবার সকালে ওই চারজনকে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুন-দেশে ঝড়ের গতিতে টিকাকরণ সম্ভব হল ১ দিন, মুখ থুবড়ে পরল মঙ্গলবারই 

পুলিস সূত্রে খবর, বুধবার ভোরে একদল বাংলাদেশি মহিলা বসিরহাটের(Basirhat) ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করছিল। তা নজরে চলে আসে টহলদারি বিএসএফ(BSF) জওয়ানদের। তাদের তাড়া করেন জওয়ানরা। বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় ওই ৪ জন।

আরও পড়ুন-ভ্যাকসিনের সার্টিফিকেট আসছিল না', মিমির উদ্যোগেই ধরা পড়ল  ভুয়ো IAS

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত চার মহিলাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বসিরহাট পুলিস সূত্রে খবর, কাজের সন্ধানেই ভারতে ঢুকেছিলেন ওইসব মহিলারা। তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.