বাংলায় বিশেষ নজর, নির্মলার বাজেটে পণ্য পরিবহনে গুরুত্ব পেল হলদিয়া ও ফরাক্কা

পণ্য পরিবহনে গঙ্গাকে গুরুত্ব দেওয়া হবে। আগামী ৪ বছরে গঙ্গায় পণ্য পরিবহন ৪ গুণ বাড়বে।

Updated By: Jul 5, 2019, 12:01 PM IST
বাংলায় বিশেষ নজর, নির্মলার বাজেটে পণ্য পরিবহনে গুরুত্ব পেল হলদিয়া ও ফরাক্কা

নিজস্ব প্রতিবেদন : হাতে ২ বছর। টার্গেট ২০২১। দ্বিতীয় মোদী সরকারের বাজেট পেশের শুরুতেই মিলল তার ছাপ। মোদী ২.০ ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট বক্তব্যে জানালেন, বারাণসীর ধাঁচেই হলদিয়ায় হবে টার্মিনাল সেন্টার। একইসঙ্গে ফরাক্কায় হবে টার্মিনাল লক। জলমার্গ বিকাশ প্রকল্পের আওতায় এই টার্মিনাল সেন্টার ও টার্মিনাল লক গড়ে তোলা হবে। ২০২০ সালের মধ্যেই শেষ হবে কাজ।

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ বলেন, পণ্য পরিবহনে গঙ্গাকে গুরুত্ব দেওয়া হবে। আগামী ৪ বছরে গঙ্গায় পণ্য পরিবহন ৪ গুণ বাড়বে। নদী সংযুক্তিকরণের মাধ্যমে আমূল পরিবর্তন আসবে পণ্য পরিবহনে। এরফলে পণ্য পরিবহনের খরচ অনেক কমবে। পণ্য পরিবহনের সমস্ত খরচ এবার থেকে একটি কার্ডেই হবে বলে বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, ICMB কার্ডের মাধ্যমে গোটা দেশে মেট্রো, সড়ক ও জলপথে পরিবহনের খরচ বহন করা যাবে। সাধারণ মানুষ এই কার্ডের মাধ্যমে টোল ট্যাক্সও দিতে পারবেন।

আরও পড়ুন, প্রথা ভাঙলেন সীতারমন, ব্রিফকেসের পরিবর্তে লাল শালুতে মুড়ে আনলেন বাজেট নথি

উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। চলতি বছর লোকসভা ভোটে ঘাসফুল শিবিরকে কার্যত ধরাশায়ী করে বাংলায় ১৮টি আসন জিতে নিয়েছে বিজেপি। এবার লক্ষ্য বিধানসভা জয়। আর সেই চেষ্টায় কোনও ফাঁকি রাখতে রাজি নয় মোদী বাহিনী।

.