দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করল বর্ধমান আদালত

ব্যক্তিগত ২০০০ টাকা বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

Updated By: Nov 19, 2020, 08:22 PM IST
দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করল বর্ধমান আদালত

নিজস্ব প্রতিবেদন : তাঁর বিরুদ্ধে পুলিসের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল বর্ধমান আদালত। আজ সেই মামলায় জামিন মঞ্জুর হল দিলীপ ঘোষের। এদিন বর্ধমান আদালতে তাঁর জামিন মঞ্জুর হওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি বলেন, "আদালত নির্দেশ দিয়েছিল, তাই এসেছিলাম।" আরও বলেন, "যেখানে যেখানে আমার বিরুদ্ধে মামলা হয়। সেখানে গিয়েই আমি হাজিরা দিই।"

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত বছর। গত বছরের ৪ নভেম্বর রায়না থানার সেহারাবাজারে সি কে ইনস্টিটিউশন মাঠে বিজেপির সভা ছিল। অভিযোগ, সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, "তাঁবেদারি না করলে পুলিসের চাকরি মেলে না। টাকা না দিলে পুলিসের চাকরি মেলে না। প্রমোশনের জন্যও টাকা দিতে হয়। এসপি থেকে ওসি পর্যন্ত সবাইকে টাকা তুলতে হয়।" দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই সেহারাবাজার ফাঁড়ির এক পুলিসকর্মী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ওই পুলিসকর্মী অভিযোগ করেন, "এধরনের মন্তব্যের ফলে পুলিসের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কটূক্তি ও নোংরা ভাষা প্রয়োগের ফলে সাধারণ মানুষের কাছে পুলিসের সম্পর্কে ঘৃণা তৈরি হয়েছে। ঘটনার পর মানুষ পুলিস সম্পর্কে খারাপ মন্তব্য করছে।" অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু হয়। তদন্ত সম্পূর্ণ করে এবছরের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট পেশ করেন সেহারাবাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ উত্তাল সামন্ত। যেখানে দিলীপ ঘোষকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসার।

সেই আবেদন মঞ্জুর করে আদালত। ১২ নভেম্বর দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত। এরপরই এদিন বর্ধমান আদালতে হাজিরা দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি। ব্যক্তিগত ২০০০ টাকা বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। যদিও এদিন দিলীপ ঘোষ ফের অভিযোগ করেন, "তখনকার পরিস্থিতি থেকে বর্তমানে বর্ধমান সহ গোটা রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।" 

আরও পড়ুন, সুজাপুর বিস্ফোরণে 'বোমাতত্ত্ব' অভিযোগ রাজ্যপাল-দিলীপের, খারিজ করল স্বরাষ্ট্র দফতর

.