'করোনা লড়াই-এ কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরি', দু-তরফকেই হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের

যা নজর এড়ায়নি হাইকোর্টেরও। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরি বলেই স্পষ্ট করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Apr 28, 2020, 09:46 PM IST
'করোনা লড়াই-এ কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরি', দু-তরফকেই হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহেও কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। যা নজর এড়ায়নি হাইকোর্টেরও। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন কেন্দ্র-রাজ্য সমন্বয় জরুরি বলেই স্পষ্ট করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধা অর্থাৎ যারা একেবারে সামনে থেকে কাজ করছেন তাঁরা পর্যাপ্ত পরিমাণ PPE পাচ্ছেন কিনা তা হলফনামা দিয়ে জানাবার জন্য ফের রাজ্যকে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

পাশাপাশি নির্দেশ  ICMR-এর গাইডলাইন মেনে covid-এর পরীক্ষা হচ্ছে কিনা তাও জানাতে হবে হলফনামায়। শুধু রাজ্য নয় এই একই বিষয়ে হলফনামা দেবে কেন্দ্রও। করোনা মোকাবিলায় রাজ্যের পদক্ষেপ নিয়ে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কী? বা কেন্দ্র কী ভাবছে তা হাইকোর্টকে জানাতে হবে। কেন্দ্রর সঙ্গে বিভিন্ন রাজ্যগুলো হাতে হাত মিলিয়ে কাজ না করলে আশারুনুপ ফল পাওয়া মুশকিল বলেই মনে করছেন বিচারপতি। 

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে ঠিকঠাক পরীক্ষা করা হচ্ছে না এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে জনস্বার্থে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

রাজনৈতিক ব্যক্তিত্ব ফুয়াদ হালিমের দায়ের করা মামলার শুনানিতে দীর্ঘ রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। হালিম রাজনীতিবিদ হওয়ায় প্রথমে এটিকে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা না করার আর্জি জানান কিশোর দত্ত। যদিও তাঁর আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

.