দুই বন্ধুর ঝগড়া থামাতে একজনকে লাথি মহিলার, প্রাণ গেল ৮ বছরের বালকের

শিশুটিকে কাটোয়া হাসপাতাল থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। বর্ধমান যাওয়ার পথে মৃত্যু হয় তার

Updated By: Jun 12, 2021, 05:29 PM IST
দুই বন্ধুর ঝগড়া থামাতে একজনকে লাথি মহিলার, প্রাণ গেল ৮ বছরের বালকের

নিজস্ব প্রতিবেদন: খেলতে খেলতে ঝগড়া করছিল দুই বন্ধু। তা থামাতে এসে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। ঝগড়া থামাতে এক বন্ধুকে লাথি মারেন অন্য বন্ধুর দিদা। তাতেই প্রাণ গেল ওই ৮ বছরের ওই খুদের। মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার কুঠুরিয়া গ্রামে।

আরও পড়ুন-তৃণমূলে ফিরেই BJP সাংসদ-বিধায়কদের ফোন Mukul-র, তোলপাড় গেরুয়াশিবিরে  

বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে খেলছিল অভিলাষ ঘোষ ও রনি ঘোষ। খেলতে খেলতেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গন্ডগোল থামাতে অভিলাষের পেটে লাথি মারেন রনির দিদা। সেই লাথি খেয়েই মাটিতে লুটিয়ে পড়ে অভিলাষ।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাবেন কে? রাজ্যের একাধিক BJP সাংসদের নাম ঘিরে জল্পনা

আহত অভিলাষ ঘোষকে ভর্তি করা হয় কালীগঞ্জ ব্লক হাসপাতালে। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় কাটোয়া হাসপাতাল। সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে(Bardhaman Medical College)। বর্ধমান যাওয়ার পথে মৃত্যু হয় অভিলাষের।

এদিকে, অভিলাষের পরিবার রক্ষা ঘোষ নামে ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা করেছে। তবে এখনওপর্যন্ত পলাতক রক্ষা ঘোষ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.