WB Panchayat Election 2023: স্ট্রং রুমের সামনে বিজেপি-তৃণমূল সংঘর্ষ! ধুন্ধুমার দিনহাটায়
একে অপরের বিরুদ্ধে জোর করে স্ট্রং রুমে ঢোকার অভিযোগ করেছে দু'পক্ষই।
দেবজ্যোতি কাহালি: রাত পোহালে পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ। জোর করে স্ট্রং রুমে ঢুকল কে? কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ। ধুন্ধুমার কোচবিহারের দিনহাটায়।
ঘটনাটি ঠিক কী? পঞ্চায়েতে ভোটগ্রহণ পর্ব শেষ। ব্যালট বক্স এখন স্টং রুমে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, 'দিনহাটা হাইস্কুল ব্লক ১। সেখানে বিজেপির স্থানীয় এক নেতা অজয় রায়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমে ঢুকে গিয়েছে। ব্যালট বক্স তছনছ করে ব্যালট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে'।
ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূলের প্রথমসারির নেতারা। এরপর কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শাসকদলের বিরুদ্ধে জোর স্ট্রং রুমে ঢোকার অভিযোগ করেছে গেরুয়াশিবিরও। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
উদয়ন গুহ বলেন, 'বিডিও-র সাথে কথা বলছি। বিডিও বেআইনি কাজ করেছে। নিরাপত্তারক্ষীরা বেআইনি কাজ করেছে। একজনকে কে ঢুকতে দিল!স্ট্রং রুমে একটি মাছি ঢোকারও পারমিশন নেই'। বিজেপি নেতার শমীক ভট্টাচার্যের অবশ্য দাবি, 'তৃণমূল বুঝে গিয়েছে,মানুষ তৃণমূলকে প্রত্যাখান করেছে। তীব্র জনরোষ আছড়ে পড়ছে! শেষপর্যন্ত স্ট্রং রুমে গিয়ে আক্রমণ করছে। দিনহাটা উপদ্রুত অঞ্চল হয়ে গিয়েছে'।
পঞ্চায়েত ভোটে ঘোষণার পর থেকেই উত্তপ্ত দিনহাটা। ভোটে প্রচারে তখন কোচবিহারে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলে 'আক্রান্ত' হন তৃণমূল নেতা সুনীল রায় ও দলের কর্মীরা। ব্যবধান ঘণ্টা দেড়েকের। ভেটাগুড়িরই সিঙ্গিজানি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মন বাড়ি ও গাড়িতে ভাঙচুর চলে! অভিযোগের তির বিজেপির দিকে। অশান্তি পিছু ছাড়ল না ফলপ্রকাশের আগের দিনও!