Tufanganj: স্থানীয় তৃণমূল নেত্রীর উপরে হামলার জেরে রণক্ষেত্র তুফানগঞ্জ, আহত ২৫

আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজনকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে

Updated By: Sep 26, 2021, 05:48 PM IST
Tufanganj: স্থানীয় তৃণমূল নেত্রীর উপরে হামলার জেরে রণক্ষেত্র তুফানগঞ্জ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের এক স্থানীয় নেত্রীর উপরে হামলার প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল কোচ বিহারের তুফানগঞ্জ। দলেরই দুই গোষ্ঠীর মারামারিতে আহত কমপক্ষে ২৫ জন।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে। এদিন তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত মহিলা সদস্য বাচিরন বেওয়ার উপরে হামলার অভিযোগ ওঠে। ওই হামলাকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে ওঠে কৃষ্ণপুর গ্রামের ঘনাপারা এলাকা। দলেরই দুই পক্ষের মধ্যে মারামারিতে আহত হন ২৫ জন। এদের মধ্যে মহিলারাও রয়েছেন।

আরও পড়ুন-Nusrat Jahan: একমাস পূর্ণ Yishaan-এর, কেক কেটে সেলিব্রেশন মা নুসরতের

স্থানীয় সূত্রে খবর, জেলার দুই প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়ের মধ্যে বিবাদ বহু পুরোনো। অতীতে দুই গোষ্ঠীর মধ্যে এনিয়ে বহুবার বিবাদ হয়েছে। অভিযোগ, রবিবার রবীন্দ্রনাথ অনুগামী মুজিবুরের লোকজন হামলা চালায় বাচিরনের উপরে। এর পাল্টা ময়দানে নামে পার্থপ্রতিম অনুগামী ফারুক মন্ডলের লোকজন। লাঠিসোঁটা নিয়ে মারামারিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

আরও পড়ুন-Malda: মূক ও বধির তরুণীকে 'ধর্ষণ'-এর পর প্রাণে মেরে ফেলার চেষ্টা, হাসপাতালে নির্যাতিতা

আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজনকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বাকীরা ভর্তি রয়েছেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.