এলাকা দখলের লড়াই, দফায় দফায় সংঘর্ষে রক্তাক্ত কোচবিহারের নাটাবাড়ি

প্রাক্তন অঞ্চল সভাপতি ও বর্তমান অঞ্চল সভাপতির রহমানের মধ্যে এলাকা দখলের লড়াই।

Updated By: Nov 16, 2020, 03:48 PM IST
এলাকা দখলের লড়াই, দফায় দফায় সংঘর্ষে রক্তাক্ত কোচবিহারের নাটাবাড়ি
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল কোচবিহারের নাটাবাড়িতে। রবিবার রাত থেকে সংঘর্ষের সূত্রপাত। রাতভর দফায় দফায় চলে সংঘর্ষ। ফের সকাল থেকে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে নাটাবাড়ির দেওড়াই গ্রাম। 

সংঘর্ষের খবর পেয়ে তুফানগঞ্জ থানা থেকে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি এখনও কার্যত নিয়ন্ত্রণের বাইরে। ইতিমধ্যেই সংঘর্ষের জেরে গুরুতর জখম হয়েছেন বেশ কিছু মানুষ। রক্তাক্ত চেহারা নিয়েছে চুলকানি বাজার এলাকা। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি নতুন অঞ্চল সভাপতি নির্বাচন হয়। আর তারপর থেকেই অশান্তির সূত্রপাত। 

প্রাক্তন অঞ্চল সভাপতি ফারুক মন্ডল ও বর্তমান অঞ্চল সভাপতি মজিবর রহমানের মধ্যে এলাকা দখলের লড়াইকে ঘিরে তীব্র দ্বন্দ্বের জেরেই উত্তপ্ত এলাকা। রবিবার রাতেও এই দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ বাধে। দুজনেই তৃণমূলের। সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই উভয়পক্ষের কমপক্ষে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন,  একাদশ শ্রেণির ছাত্রীর 'বিকৃত' ঘনিষ্ঠ ছবি ছড়াল সোশ্যাল মিডিয়ায়, পরিণতি মর্মান্তিক

.