কাঁপন ধরাচ্ছে Corona-র দ্বিতীয় ঢেউ, রাজ্যে আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে দেড় হাজার ছাড়িয়ে গিয়েছে। 

Updated By: Apr 14, 2021, 11:29 PM IST
কাঁপন ধরাচ্ছে Corona-র দ্বিতীয় ঢেউ, রাজ্যে আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদন: ক'দিন আগে করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল হাজারের নীচে। এবার সেই সংখ্যাই পৌঁছে গেল ৬ হাজারের কাছাকাছি। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে ৬ হাজার হয়তো আগামিকালই পেরিয়ে যাবে। বাংলায় ভোট উৎসবের মাঝেই করোনার এমন চেহারা আতঙ্কের সৃষ্টি করছে। তা সত্ত্বেও বঙ্গবাসীর কি হুঁশ আছে? 

রাজ্যের স্বাস্থ্য বুলেটিন বলছে,গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৮৯২। মঙ্গলবার সংক্রমিত হয়েছিলেন ৪, ৮০০ জন। বাংলায় সক্রিয় করোনা রোগী ৩২ হাজার ৬২১ জন। মৃতের সংখ্যা ২৪। একটা সময়ে দৈনিক মৃতের সংখ্যা শূন্যে ঠেকেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুও বাড়ছে। 

কলকাতায় করোনা আক্রান্ত সংখ্যা পাল্লা দিয়ে দেড় হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমিতের সংখ্যা ১,৬০১। তারপর উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ১ হাজার ২৭৭ জন।      

আরও পড়ুন- করোনায় আক্রান্ত Shankha Ghosh, বাড়িতেই চলছে চিকিৎসা

.