করোনা পজেটিভ দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, সিল করা হল প্রশাসনিক দফতর
জানানো হয়েছে, আগামী ৩ দিন বন্ধ রাখা হচ্ছে অফিস। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। গতকাল একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
নিজস্ব প্রতিবেদন: ডেপুটি ম্যাজিস্ট্রেটের করোনা পজিটিভ। সিল করে দেওয়া হল দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক দফতর। জানানো হয়েছে, আগামী ৩ দিন বন্ধ রাখা হচ্ছে অফিস। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। গতকাল একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ধুন্ধুমার RG Kar, শ্বাসকষ্টের চিকিৎসা করাতে এসে হাসপাতাল থেকে উধাও সদ্যজাত
আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁকে মলানদিঘীর বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। জেলাশাসকের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই অফিস স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মহকুমা প্রসাসনের দপ্তরের পাশাপাশি এই ভবনে রয়েছে মহকুমা আদালত । মহকুমা শাসক ACJM-কে অনুরোধ জানিয়েছেন যাতে আদালতও বন্ধ করা হয়। এ ছাড়াও এই ভবনে পরিবহন দপ্তরের কার্যালয়, পোস্ট অফিসসহ বেশ কিছু সরকারী দপ্তর রয়েছে।
আরও পড়ুন: শহর কলকাতার ৬০ টি রাস্তায় হতে পারে সাইকেল লেন, তৈরি হচ্ছে নকশা
সেগুলিও আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকছে বলেই জানানো হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের সংস্পর্শে আসা মোট ৫০ জনের আজই লালারস পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই তাঁদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।