করোনা ঠেকাতে আন্তর্জাতিক- আন্তঃরাজ্য সীমানায় শতাধিক চেকপয়েন্ট তৈরি করল রাজ্য

আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে, পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সমস্ত লোকজন যাতায়াত করছেন তাদের উপর কড়া নজরদারি করবে সরকার

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Mar 17, 2020, 12:14 AM IST
করোনা ঠেকাতে আন্তর্জাতিক- আন্তঃরাজ্য সীমানায় শতাধিক চেকপয়েন্ট  তৈরি করল রাজ্য

নিজস্ব প্রতিবেদন: নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার কড়া হচ্ছে রাজ্য। রাজ্যজুড়ে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ইন্টারস্টেট অর্থাৎ আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে, পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সমস্ত লোকজন যাতায়াত করছেন তাদের উপর কড়া নজরদারি করবে সরকার।

আরও পড়ুন-করোনা! লন্ডন থেকে ফিরে বাঁকুড়া মেডিক্যালের আইসোলেশনে সরকারি চিকিত্সক

জ্বর সর্দি-কাশি নিয়ে কেউ রাজ্যে প্রবেশ করছেন কি না তা দেখতে গোটা রাজ্যে অন্য রাজ্য থেকে আসা ব্যক্তিদের চিহ্নিত করতে ৭৮ টি জায়গাতে চেক পয়েন্ট করেছে রাজ্য সরকার। এখানে শেষ নয় আন্তর্জাতিক সীমানা অনুযায়ী ৩০ টি চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত কেউ ঢুকছে তা নজরদারি করা হবে ওইসব চেকপোস্টের মাধ্যমে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি

এছাড়াও দমদম বিমানবন্দর,বাগডোগরা বিমানবন্দর এবং কলকাতা স্টেশনে বহিরাগতদের উপর নজর রাখার জন্য বা বিদেশ থেকে যারা ফিরছেন তাদের উপর নজর রাখার জন্য বিশেষ স্বাস্থ্য টিম রয়েছে। সেই টিমে চিকিৎসক, নার্স, প্যারা মেডিকেল স্টাফ টেকনিশিয়ান এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।

.