কোভিড আপডেট : আশা জাগিয়ে রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল, কমল মৃত্যুর হারও

গত ২৪ ঘণ্টায় এরাজ্য়ে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৯ জন।

Updated By: Nov 11, 2020, 08:54 PM IST
কোভিড আপডেট : আশা জাগিয়ে রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল, কমল মৃত্যুর হারও
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার পেরল। তবে আশার কথা, সুস্থতার হারও সামান্য বেড়েছে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯০ শতাংশের উপরে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে এরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। এরফলে রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৮৪ জন। তবে সুস্থতার হারও সামান্য বেড়েছে। আজকের বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনার সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৩১ জন। যা গতকালের মতই আক্রান্তের সংখ্যার থেকে বেশি। এরফলে এরাজ্য়ে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৬৯৬ জন। 

এর পাশাপাশি, আরও একটা আশার কথা গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় এরাজ্য়ে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৯ জন। এরফলে এরাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪৫২ জন। বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে চিকিত্সাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৩৬ জন। 

উদ্বেগের বিষয় একটাই, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ফের  ৮০০-র উপরে মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিনের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৯ এবং ৮২০ জন।

আরও পড়ুন, বেনিয়মের শাস্তি, অপুষ্টিতে ভোগা শিশুদের ডিম খাওয়াতে মেডিকাকে ১০ লাখ টাকা দিতে নির্দেশ কমিশনের

.