আক্রান্ত বিরোধীরা, মোদীর নির্দেশে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন রাজ্য বিজেপির ১৮ সাংসদ

সম্ভবত আগামিকাল মঙ্গলবার বা বুধবার দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন বিজেপি সাংসদরা

Reported By: অঞ্জন রায় | Updated By: Feb 3, 2020, 09:01 PM IST
আক্রান্ত বিরোধীরা, মোদীর নির্দেশে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন রাজ্য বিজেপির ১৮ সাংসদ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত চরমে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁকে ঢুকতেই দিচ্ছে না পড়ুয়ারা। পাশাপাশি সিএএ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যপাল জগদীপ ধনখড়।  এরকম এক আবহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ১৮ বিজেপি সাংসদ। সূত্রের খবর প্রধানমন্ত্রী নির্দেশেই রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন-রামনবমীতেই রাম মন্দির পাওয়ার বিজয় উত্সব, রাজ্যের ব্লকে ব্লকে পালন করবে ভিএইচপি

উল্লেখ্য, নাগরিকত্ব আইন পাস হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে জনতা। গাড়ি, ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, হাঙ্গামাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। গণতান্ত্রিক কোনও অধিকারই নেই বিরোধীদের। তাই বিজেপি চাইছে রাষ্ট্রপতির হস্তক্ষেপ।

আরও পড়ুন-এমাসেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, জেনে নিন ভাড়া-অত্যাধুনিক ব্যবস্থা

বিজেপি সূত্রে খবর, সম্ভবত আগামিকাল মঙ্গলবার বা বুধবার দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন বিজেপি সাংসদরা।  রাষ্ট্রপতিকে কী জানানো হবে তার খসড়া তৈরির ভার পড়েছে রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদারের ওপরে। সেই খসড়ায় থাকছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত তথ্য।

.